Mahua Moitra News : তৃণমূলের দলীয় অবস্থানকে ‘উপেক্ষা’? ফের মহুয়ার পাশে থাকার বার্তা ফিরহাদের – mahua moitra controversy west bengal minister firhad hakim stands beside trinamool mp


ঘুষ নিয়ে আদানির গোষ্ঠীর বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এমনকী সংসদের ওয়েবসাইটের আইডি-পাসওয়ার্ডও শেয়ার করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। বিজেপি এই নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে। কিন্তু সুকৌশলে মহুয়া ইস্যু এড়িয়ে যেতে চাইছে তৃণমূল। এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তৃণমূল নেতৃত্ব। আর তখনই ফের একবার মহুয়ার পাশে দাঁড়ালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

কী বললেন ফিরহাদ?

প্রশাসনিক পদের পাশাপাশি ফিরহাদ তৃণমূলের প্রথমসারির নেতাও। দলীয় সংগঠনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। মহুয়া-ইস্যুতে দল যখন দূরত্ব তৈরির চেষ্টা করছে, তখন ফের একবার তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন ফিরহাদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনই খুব বেশি কিছু বলব না। তবে আমি ওঁর পাশে আছি।’

এর আগেও দলীয় লাইনের বিপরীতে হেঁটে মহুয়ার পাশে থাকার বার্তা দিয়েছিলেন ফিরহাদ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি মনে করি মহুয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ তিনি বিভিন্ন ইস্যুতে সংসদে সরব হন। তাঁর কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আদানিকে বাঁচানোর ব্যাপারে বিজেপি সাংসদের কেন এত উৎসাহ? নিশ্চয়ই কোনও গণ্ডগোল রয়েছে। তবে আমরা বিশ্বাস এই ষড়যন্ত্র থেকে মহুয়া নিজেই বেরিয়ে আসবেন।’

মহুয়া ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি

মহুয়ার বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রথম এই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পালটা একাধিক টুইটে তাঁকে নিশানা করেছেন মহুয়া। সম্প্রতি, তৃণমূল সাংসদকে গ্রেফতারির দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘বাংলার জনতা হিসেবে শুধু সাংসদ পদ খারিজ চাই না, আমরা ওঁকে জেলে দেখতে চাই। সংসদীয় কমিটি ও সিবিআই দুটি সংস্থা তদন্ত করছে, তারা সিদ্ধান্ত জানাবে। উনি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আদানির এজেন্ট বলেছিলেন। এখন বোঝাই যাচ্ছে উনি কার এজেন্ট।’

Mahua Moitra News : মহুয়া-আদানি দ্বৈরথে কেন নেই তৃণমূল?
মহুয়া ইস্যুতে দূরত্ব বজায় রাখতে চাইছে তৃণমূল

মহুয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর থেকে দূরত্ব বজায় রাখার অবস্থান নিয়েছেন তৃণমূল। শাসকদল সূত্রে খবর, দলীয় মুখপাত্রদের এই ইস্যুতে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। সম্প্রতি মহুয়া ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মহুয়া ইস্যুতে দল কোনও কিছুই বলবে না। যা বলার মহুয়া নিজেই বলবেন।’ অন্যদিকে আরেক মুখপাত্র শান্তনু সেনকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই ইস্যুতে আমি এখনই কিছু বলব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *