Sreebhumi Disneyland Pandal : শ্রীভূমির ডিজনিল্যান্ড কি ধ্বংস হবে না পাড়ি দেবে অন্য কোথাও? মুখ খুললেন ক্লাব কর্তা – sreebhumi sporting club pandal will be demolish but few parts to keep in local park


পুজো শেষ। কিন্তু, রয়েই গিয়েছে পুজোর রেশ। চলতি বছর শহর কলকাতায় থিমপুজোগুলির মধ্যে নজর কেড়েছিল শ্রীভূমি। ডিজনিল্যান্ডের আদলে তারা প্যান্ডেল তৈরি করে। আর তা দেখার জন্য রীতিমতো কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। লক্ষ্মীপুজো পর্যন্ত এই প্যান্ডেল থাকবে এবং সেখানেই পুজো হবে জানিয়েছেন আয়োজকরা।

থিম ও ডিজনিল্যান্ড
কিন্তু, থিমের আদলে যে ডিজনিল্যান্ড ধরা দিয়েছে, তার অবস্থা ঠিক কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিনোদন পার্কটিকে ফুটিয়ে তোলার জন্য বিস্তর কাঠখড় পোহাতে হয়েছিল শিল্পীদের। মাসের পর মাস পরিশ্রম করে যেতে হয়েছে তাঁদের। তবে দশমীর পরই পুজো পুজো বিষয়টি থাকে না। তবে তার রেশ থেকে যায়।

কী হবে ডিজনিল্যান্ডের প্যান্ডেল?
সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডিজনিল্যান্ডের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শ্রীভূমির স্পোর্টিং ক্লাব পুজো কমিটির তরফে দিব্যেন্দু কিশোর গোস্বামী বলেন, “এলাকার কিছু পার্কে যদি প্যান্ডেলের কয়েকটি অংশ রাখা যায় সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে শিশুরা খেলাধূলো করতে পারবে। তবে কোন কোন অংশ রাখা হবে তা এখনও ঠিক করা হয়নি।”

তিনি আরও বলেন, “প্যান্ডেলটির বাকিটা অংশ ভেঙে ফেলা হবে। নির্দিষ্ট দিনের পর থেকেই এই কাজ শুরু হয়ে যাবে।” অর্থাৎ আর পাঁচটা প্যান্ডেলের মতোই শ্রীভূমির প্যান্ডেলও ভেঙে ফেলা হবে।

শ্রীভূমি নিয়ে সাধারণ মানুষের কৌতুহল

এই পুজো নিয়ে দূর দূরান্তের মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। গত বছর বুর্জ খলিফার আদলে সেজে উঠেছিল শ্রীভূমির প্যান্ডেল। আলোর খেলা সঙ্গে বুর্জ খলিফা, রীতিমতো কাতারে কাতারে জড়ো হয়েছিলেন সাধারণ মানুষ।

Sreebhumi Puja Pandal : শ্রীভূমির ‘ডিজনিল্যান্ড’ দেখার শেষ সুযোগ! কবে অবধি থাকছে এই পুজো মণ্ডপ?
স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল সাধারণ মানুষের। চলতি বছর কী থিম হতে চলেছে শ্রীভূমির, তা নিয়ে প্রশ্ন ছিলই। অবশেষে থিম হিসেবে ডিজনিল্যান্ডকেই বেছে নিয়েছিল এই পুজো মণ্ডপ।

‘আসল ডিজনিল্য়ান্ড’! শ্রীভূমিকে টেক্কা?

যান নিয়ন্ত্রণ
প্রত্যেক বছর শ্রীভূমির পুজো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়। কার্যত জনজোয়ারে পরিণত হয় লেকটাউন সংলগ্ন এলাকা। কিন্তু, কোনওভাবেই যাতে রাস্তাঘাটে যানজট তৈরি না হয় সেই কারণ অতিরিক্ত সতর্ক ছিল পুলিশ।

দফায় দফায় করা হয়েছিল বৈঠক। চলতি বছর পদস্থ পুলিশ কর্তাদের মোতায়েন করা হয়েছিল। সব মিলিয়ে সুফল পাওয়া গিয়েছে। সেভাবে সংশ্লিষ্ট রাস্তায় চলতি বছর যানজট হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *