Sreebhumi Puja Pandal : শ্রীভূমির ‘ডিজনিল্যান্ড’ দেখার শেষ সুযোগ! কবে অবধি থাকছে এই পুজো মণ্ডপ? – sreebhumi sporting club disneyland durga puja pandal will remain open upto laxmi puja


প্রত্যেকবার শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ নিয়ে দর্শনার্থীদের মধ্যে তুঙ্গে থাকে উন্মাদনা। প্রচুর মানুষ ভিআইপি রোড সংলগ্ন এই পুজো মণ্ডপে ভিড় করেন। এই পুজোর প্রধান উদ্যোক্তা দমকলমন্ত্রী সুজিত বসু। এবার থিম হিসেবে প্যারিসের ‘ডিজনিল্যান্ড’-কে বেছে নিয়েছিল এই পুজো কমিটি। মহালয়ার দিন মণ্ডপ খুলে যাওয়ার পর থেকে শ্রীভূমিতে নেমেছিল দর্শনার্থীদের ঢল। ভিড়ের কারণে অনেকই শ্রীভূমির সামনে গিয়েও বাড়ি ফিরে গিয়েছেন। তাঁদের জন্য এবার সুবর্ণ সুযোগ। আরও বেশ কয়েকদিন খোলা থাকবে শ্রীভূমির পুজো মণ্ডপ।

কত খোলা থাকবে শ্রীভূমির ডিজনিল্যান্ড?

ক্লাব সূত্রে খবর, রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী সেদিন দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। অর্থাৎ ২৬ অক্টোবর অবধি শ্রীভূমির ডিজনিল্যান্ডে গেলে প্রতিমা দর্শনের সুযোগ থাকছে। তবে মণ্ডপ থাকবে আরও বেশ কিছুদিন। লক্ষ্মীপুজোর দিন অবধি শ্রীভূমির মণ্ডপ খোলা থাকবে।

West bengal Police : শ্রীভূমির প্যান্ডেলে এ কী কাণ্ড! পুলিশের দিকে এগোলেন যুবক, তারপর…
শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির চিফ কো অর্ডিনেটর দিব্যেন্দু কিশোর গোস্বামী এই সময় ডিজিটালকে বলেন, ‘লক্ষ্মী পুজো অবধি আমাদের পুজো মণ্ডপ থাকবে। কারণ এই মণ্ডপের ভিতর লক্ষ্মী পুজো হয়। তবে লাইট থাকবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। লক্ষ্মী পুজো মিটে গেলে ধীরে ধীরে মণ্ডপ খোলা হবে।’

শ্রীভূমির ডিজনিল্যান্ড নিয়ে উন্মাদনা

মহালায়ার দু’দিন আগেই শ্রীভূমির পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন থেকে দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়। তারপর থেকে কার্যত ভিড় উপচে পড়ে এই মণ্ডপে। মহালয়া ও প্রতিপদের দিন ভিড়ের চাপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল ভিআইপি রোড ও ইএম বাইপাস। পরে বাড়তি পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

অন্যদিকে শ্রীভূমির পুজো মণ্ডপে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু পুলিশের পরামর্শে তা বন্ধ করে দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষকে পুলিশ জানিয়েছিল, লাইট শো চালু থাকলে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হবে। তারপরই প্রশাসনের আবেদন মেনে নেয় ক্লাব কর্তৃপক্ষ।

যান নিয়ন্ত্রণে ‘পাশ’ পুলিশ

শ্রীভূমির দুর্গাপুজোর কারণে সংলগ্ন ভিআইপি রোডে যান চলাচলে প্রভাব পড়ে। এবারের শুরু দিকে যানজট তৈরি হয় বাইপাস ও ভিআইপি রোডে। পরে কলকাতা ট্রাফিক পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা দক্ষতার সঙ্গে যান নিয়ন্ত্রণ করেন। ফলে ভিড়ের সময়ে বিমানবন্দরগামী এই দুই রাস্তায় কোনও যানজট পরিস্থিতি তৈরি হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *