কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, শেষে করলানদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন…। Jalpaiguri Durga Puja Carnival preparing for grand celebrations today as part of the districts carnival allover bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো শেষ। কিন্তু শেষ হয়েও হইল না শেষ। কেননা বিজয়াদশমীর আবহ কেটে যেতে না যেতেই জেলায় জেলায় কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। গতকাল বুধবার ছিল সেই প্রস্তুতির চূড়ান্ত। আজ, বৃহস্পতিবার কার্নিভালের দিন। আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কার্নিভাল। 

আরও পড়ুুন: Durga Puja 2023: কৈলাসে ফেরার আগে এই নদীর পাড়ে খানিক বিশ্রাম নিয়েছিলেন উমা! তারপর থেকে…

একই ছবি জলপাইগুড়িতে। শহরের ক্লাবরোডে কার্নিভাল। জেলা প্রশাসনের উদ্যোগে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যেই পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে শহর জলপাইগুড়ি। পুজো কমিটিগুলি আজ বিকেল তিনটে নাগাদ শহরের পিডব্লিউডি মোড়ে জমায়েত হবে। 

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ শোভাযাত্রা পোস্টঅফিস মোড় হয়ে গান্ধীমোড়ে যাবে, তার পর সেখান থেকে ক্লাবরোডে পৌঁছবে। সেখানে মঞ্চ বাধার কাজ প্রায় শেষ। সেখানেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 

অনুষ্ঠানশেষে ক্লাব রোড হয়ে শহরের করলা নদী কিংসাহেবের ঘাটে প্রতিমা নিরঞ্জন। মোট ১৬টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ি পুরসভা,পুলিস ও জেলা প্রশাসন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বতোভাবে চেষ্টা করছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুুন: Durga Puja 2023: দশমীর মিষ্টি নিয়ে মিষ্টি আবেগ এখনও বেঁচে! ওইটুকুই বাঙালিয়ানা…

পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল জানান, শোভাযাত্রায় অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির মধ্যে সব দিক থেকে সুন্দর– এমন তিনটি পুজোকে বেছে নিয়ে পুরস্কৃত করবে জলপাইগুড়ি পুরসভা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *