কী জানা যাচ্ছে?
জেলা পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলায় সাড়ম্বরে পালিত হয়েছে দুর্গাপুজো। আনন্দ, উৎসাহ সহকারে মানুষ এই উৎসবে সামিল হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মারধর, দুর্ঘটনা বা ছিনতাইয়ের কোনও ঘটনা নেই বলে জানিয়েছে জেলা পুলিশ। তবে মদ খেয়ে মাতলামি করার অপরাধে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
মদ খেয়ে বিশৃঙ্খলা
আলিপুরদুয়ার পুলিশ জানিয়েছে, মদ খেয়ে মাতলামির করার জন্য বীরপাড়া থানা এলাকায় ২০, কালচিনি থানা এলাকায় ১৫, সোনাপুরে চার, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাটে ১২ জন করে, জয়গাঁয় ২৫ ও শামুকতলা এলাকায় ৪০ জনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। এর পাশাপাশি পুজোর মধ্যে মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য শামুকতলা থানা এলাকায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার কী জানালেন?
জেলার পুলিস সুপার ওয়াই রঘুবংশী জানান, পুজোর চারটে দিন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বদা সজাগ এবং সতর্ক ছিল। শেষমেষ জেলায় পুজো শান্তিতেই কেটেছে বলে জানান তিনি। পাশাপাশি গত চার দিনে পুজোয় মদ খেয়ে মাতলামি করার অপরাধে ১৪০ জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার কোথাও কোনও বড় আইন-শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
আলিপুরদুয়ার জেলার পুজো
অন্যান্য জেলার ন্যায় আলিপুরদুয়ার জেলাতেও সাড়ম্বরে পালিত হয়েছে দুর্গোৎসব। জেলার একাধিক পুজো মণ্ডপে রকমারি থিম উপহার দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। আলিপুরদুয়ার জেলায় লোহারপুল ইউনিটের পুজো এবার লালকেল্লা থিম তৈরি করে। মানুষের উন্মাদনা ছিল এই পুজো মণ্ডপ দেখার জন্য। পাশাপাশি, লেজার শো-এর মাধ্যমে লালকেল্লায় স্বাধীনতা সংগ্রামীদের ছবি তুলে ধরা হয় এই মণ্ডপে। এছাড়াও নিউটাউন বাড়ি মন্দির সমিতি, লোহারপুর ইউনিট, বাবুপাড়া ক্লাব, ফালাকাটা মুক্তিপাড়া, কিশোর সংঘ, যুব সংঘ ক্লাব এবং উপল মুখর ক্লাব, মশলাপট্টি সর্বজনীন পুজো গুলোতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে পুজোর চারটে দিন পুলিশ প্রশাসনের সহায়তায় নির্বিঘ্নে আনন্দ উৎসব পালন করেছে আলিপুরদুয়ার শহরবাসী।