এবার আর লাইন দিয়ে ঠাকুর দেখা নয়। ঠাকুর আসছে লাইন দিয়ে। বারুইপুরের টংতলায় এদিন অনুষ্ঠিত গয় দুর্গাপুজোর কার্নিভ্যাল। এবারই প্রথমবারের জন্য বারুইপুরে আয়োজিত হল কার্নিভাল। বারুইপুর মহকুমার মোট ২১টি ক্লাব প্রতিমা নিয়ে এই কার্নিভ্যালে অংশগ্রহণ করেন। শুরুতেই বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন দুই তারকা জনপ্রতিনিধিও। বারুইপুর কার্নিভ্যালের মঞ্চে দেখা যায় যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও সোনারপুরে বিধায়ক লাভলি মৈত্রকে।