Mahua Moitra : মুখে ‘অভিষেক-বালু-ববি-রথীন’-এর নাম! মহুয়াকে নিয়ে ‘স্পিকটি নট’ মমতা – mamata banerjee trinamool congress chairman avoids mahua moitra issue on her press conference


কালীঘাটের বাড়ি থেকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী ও তাঁর দলের নেতাদের বাড়িতে হওয়া ED-CBI অভিযান প্রসঙ্গে মুখ খুললেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না মমতা। তৃণমূল সুপ্রিমো মহুয়া প্রসঙ্গে ‘স্পিকটি নট’। মমতার না বলার কথার মধ্যে কি লুকিয়ে কোনও বিশেষ বার্তা? রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়ে চর্চা।

মহুয়াকে প্রসঙ্গে ‘চুপ’ মমতা

রিয়েল এস্টেট সংস্থা হিরানন্দানি গ্রুপের কর্ণধার দর্শন হিরানন্দানির থেকে দামী উপহার ও ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে। এমনকী সাংসদদের একান্ত ব্যক্তিগত সংসদের ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ডও ‘বেহাত’ করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। ক্রমেই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। সেই সময় সাংবাদিকের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে মমতার একটি শব্দ খরচ না করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ED-CBI-এর ‘অতি সক্রিয়তা’ নিয়ে এদিন মুখ খুলেছেন মমতা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ বা ফিরহাদ হাকিমদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। ED অভিযানের কারণে জ্যোতিপ্রিয়র যদি মৃত্যু হয়, তবে বিজেপি ও তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। সেখানে খানিক ‘ব্রাত্য’ মহুয়া। তৃণমূল সাংসদ যেখানে বিজেপির বিরুদ্ধে তাঁর কণ্ঠস্বর রোধ করার অভিযোগ তুলেছেন, সেখানে মমতা প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন না।

Mahua Moitra News : তৃণমূলের দলীয় অবস্থানকে ‘উপেক্ষা’? ফের মহুয়ার পাশে থাকার বার্তা ফিরহাদের
মহুয়া ইস্যুতে শুরু থেকে দূরে তৃণমূল

মহুয়া মৈত্রর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর থেকেই সুকৌশলে এই ইস্যু থেকে দূরত্ব বজায় রেখেছে তৃণমূল। দলের মুখপাত্রদের কেউ, ‘উত্তর দিতে হবে মহুয়াকেই’ বলে দায় ঝেড়েছেন। কেউ আবার, ‘কোনও মন্তব্য করব না’, বলে এড়িয়ে গিয়েছে মহুয়া-প্রসঙ্গ। সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, মহুয়া-ইস্যুতে দলকে আগ বাড়িয়ে কোনও মন্তব্য না করার নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্ব। আর এদিন মহুয়াকে নিয়ে মমতার ‘মৌনতা’ সেই দাবি আরও জোরাল করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

তৃণমূল সাংসদকে তলব এথিক্স কমিটির

মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি। বৃহস্পতিবার অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এথিক্স কমিটির মুখোমুখি হন। কমিটির সদস্যদের কাছে তিনি তাঁর বক্তব্য জানিয়েছেন। অন্যদিকে, আগামী ৩১ অক্টোবর তৃণমূল সাংসদকে তলব করেছে এথিক্স কমিটি। মহুয়া এখন হাজির হন কি না, সেদিকে নজর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *