Mamata Banerjee on ED : ‘জোর করে নাম বলাতে গোপনাঙ্গে অত্যাচার …,’ ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী – mamata banerjee claims ed officials physically tortured ministers in the of investigation


Mamata Banerjee : ED আধিকারিকদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নামে ED শারীরিক নিগ্রহ করছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, এদিনই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ED। পুজো মিটতেই ফের কেন্দ্রীয় এজেন্সির কার্যকারিতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী জানালেন মমতা?

ED-র তল্লাশি প্রক্রিয়া সম্বন্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রোজ সকাল হতেই কোনও না কোনও নেতা-মন্ত্রীর বাড়িতে হানা দিচ্ছে ED। আর ফিজিক্যাল টর্চার? গোপনাঙ্গেও চলছে অত্যাচার।’ তাঁর কথায়, জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের অত্যাচার করা হয়েছে এবং জোর করে বলা হচ্ছে ‘এর নাম বলো। যতক্ষণ না বলবে, তখন অত্যাচার চলবে।’

কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে সরব

এদিন মুখ্যমন্ত্রী জানান, আজকে সকালে সবাই বিজয়া করতে হয়েছে। বিজয়া করতে গিয়ে দেখা গিয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ED তল্লাশি করছে। সব মন্ত্রীর বাড়িতেই তো তল্লাশি করছে। আর সরকারের বাকি থাকলে কে? এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা বিজেপির একটি নোংরা খেলা। বিজেপি প্যাথলজিক্যাল লায়ার। এইভাবে মনে করছে সবার মুখ বন্ধ করা যাবে?’

রেশন দুর্নীতির তদন্ত

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সকালে বনমন্ত্রী ও রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ED আধিকারিকরা। তল্লাশি শুরু হয় তাঁর বাড়িতে। প্রসঙ্গত, এর আগে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ED। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে এসেছে। তার সঙ্গে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর সম্পর্ক রয়েছে বলেও মনে করছে ED আধিকারিকরা। সেই বিষয় নিয়েই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

Mamata Banerjee News : ‘…ও জন্মায়নি তখন’, অভিষেকের পাশে মমতা, ED তদন্ত নিয়ে বিস্ফোরক দাবি
তদন্তের নামে হেনস্থা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, ED আধিকারিকরা কারও বাড়ি তল্লাশি করতে গিয়ে চিনির কৌটো, মশলার কৌটো উলটে দিয়ে তল্লাশি চালাচ্ছে। এমনকি, বাড়িতে মহিলাদের কটা জামাকাপড় আছে, শাড়ি আছে তার ছবি তুলে নিয়ে যাচ্ছে। বিজেপি রাজনৈতিক ভাবে লড়াই করতে বা পেরে এগুলো করাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি এদিন বলেন, ‘ আজ আপনারা ক্ষমতায় আছেন, আজ আমরা ক্ষমতায় আছি। কিন্তু আমরা চিরকাল ক্ষমতায় থাকবো না। নতুন কেউ আসবে। কিন্তু নতুন প্রজন্মের সামনে কিছু মারাত্মক ভুল বার্তা রেখে যাওয়া উচিত নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *