Vidyasagar University : বাঙালি বিজ্ঞানীদের বিশ্ব জয়! স্ট্যানফোর্ডের সেরার তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক-গবেষক – six professors of vidyasagar university awarded best scientist of india by stanford university good news


ফের শ্রেষ্ঠত্বের শিরোপা বাঙালি অধ্যাপক ও গবেষকদের। বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবারও উজ্জ্বল Vidyasagar University-র গণিত বিভাগ। গর্বের সঙ্গে জায়গা করে নিলেন ছয় অধ্যাপক ও গবেষক।

বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় স্থান

চলতি মাসে প্রকাশিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি -র বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবারও ‘উজ্জ্বল’ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও গবেষকেরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩ জন অধ্যাপক সহ মোট ৬ জন গবেষক ও বিজ্ঞানী আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর তালিকায় জয়গা পেয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক শঙ্কর কুমার রায়, অধ্যাপক মধুমঙ্গল পাল এবং ডঃ গণেশ গড়াই ছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডঃ শোভন সামন্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ চিরঞ্জীব জানা, গবেষক ডঃ তপন সেনাপতি এই তালিকায় স্থান পেয়েছেন।

একাধিকবার শ্রেষ্ঠত্বের সম্মান

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের IQAC-র ডাইরেক্টর অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল এই নিয়ে টানা চার বার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয় বার তিনি সার্বিকভাবে শ্রেষ্ঠ গবেষক বা বিজ্ঞানীদের তালিকাতেও জায়গা পেয়েছেন। অন্যদিকে, অধ্যাপক শঙ্কর কুমার রায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এই নিয়ে টানা তৃতীয় বার জায়গা পেয়েছেন। টানা দ্বিতীয়বার এই তালিকায় জায়গা করে নিয়েছেন ডঃ শোভন সামন্ত, ডঃ চিরঞ্জীব জানা এবং ডঃ তপন সেনাপতি। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তরুণ অধ্যাপক ডঃ গণেশ গড়াইও এবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য ডঃ জানা, ডঃ সামন্ত, ডঃ সেনাপতি এবং ডঃ গড়াই তাঁদের পিএইডি সম্পন্ন করেছেন অধ্যাপক মধুমঙ্গল পালের কাছেই।

ফলকে রবীন্দ্রনাথ বাদ কেন, দেখবে রাজভবন
এক্ষেত্রে, সম্পূর্ণ কর্মজীবনে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশ্বের বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়।‌ অত্যন্ত গর্বের বিষয় যে, আন্তর্জাতিক সংস্থা রিসার্চ ডট কম এর তরফে গণিত বিষয়ে গবেষণার মানের উপর নির্ভর করে বিশ্বব্যাপী যে সমীক্ষা চালানো হয়, তাতে এই নিয়ে দ্বিতীয়বার সারা দেশে একাদশ তম এবং বিশ্বে ১৩৮৯-তম স্থানে আছেন অধ্যাপক মধুমঙ্গল পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক মনোরঞ্জন মাইতি এই তালিকায় যথাক্রমে ১০ম এবং ১১০৫-তম স্থান দখল করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *