আবহাওয়া ২৮ অক্টোবর ২০২৩: শীতের মসৃণ গতিতে ‘ব্রেক’ লাগাবে বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের – weather forecast 28 october 2023 west bengal district temperature to fall by 2 to 3 degree


যখন তখন বৃষ্টি! আবহাওয়ার মুড সুইংয়ের জন্য বর্ষা বরবাদ হয়েছে বহু বৃষ্টি প্রেমীর কাছে। কিন্তু, শীত সুখ দোরগোড়ায় কড়া নাড়ছে। আগামী তিন থেকে চার দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই শীতের আগমনী বার্তা নিয়ে জেলায় জেলায় কমছে তাপমাত্রা। গরমের হাঁসফাঁসানি এবং বৃষ্টির প্যাচপেচে আবহাওয়ার বদলে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

পুজো শেষ। আপাতত দীপাবলির প্রস্তুতি করছে শহর। নতুন করে কি কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি! নাকি শীতের আমেজেই কাটবে দীপাবলি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? এই প্রসঙ্গে হাওয়া অফিস বলছে, আপাতত পুরোপুরি পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য গরম ও জলীয় বাষ্পের আধিক্যজনিত কারণে সামান্য অস্বস্তি হতে পারে আগামী দুই এক দিন। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং আগামী সাত দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই কলকাতায়। সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে।

শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর কেরালা ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ছয় ঘণ্টায় তা শক্তি কমাবে এবং ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে।

এদিকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই দক্ষিণা বাতাসের দিন শেষ। ক্রমশ জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। আপাতত দুই বঙ্গেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল ও উত্তুরে হাওয়ার আমেজ জেলায় জেলায়। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

সন্ধ্যা নামলেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বাড়বে শীতের আমেজ। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *