তৃণমূল কংগ্রেস : ‘…আমি কি বাচ্চা ছেলে’, তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক বিজেপি বিধায়ক – tmc mla harakali pratihar slams bjp on several issues and praises mamata and abhishek banerjee


বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন কোতুলপুরে BJP বিধায়ক হরকালী প্রতিহার। শুক্রবার বাঁকুড়াতে ফিরেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দলত্যাগী বিধায়ক। বিজেপির মধ্যে কোনও নীতি, আদর্শ নেই বলে দাবি করেন হরকালী।

কী বললেন হরকালী?

শুক্রবার বিকেলে নিজের নির্বাচনী এলাকায কোতুলপুরের মাটিতে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হন হরকালী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বিজেপির মধ্যে নীতি, আদর্শ, নৈতিকতাবোধ বলে কিছু নেই। যে দল জনগণকে ভাতে মারে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে সেই দলের সঙ্গে থাকা যায় না। বিজেপিতে থাকাকালীন আমি কখনও কাউকে ব্যক্তি আক্রমণ করিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছেন সেই কাজের সঙ্গে যুক্ত হতেই তৃণমূলে যোগ দিয়েছি। তবে কোনও প্রলোভনের বর্শবর্তী হয়ে এই সিদ্ধান্ত নিইনি। মানুষের সেবা করার জন্যই এসেছি।’

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার জানিয়েছিলেন, প্রশাসনের চাপের কারণে হরকালী বিজেপি ছেড়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ নিয়েও মুখ খুলেছেন তিনি। যাবতীয় অভিযোগ অস্বীকার করে কোতুলপুরের বিধায়ক বলেন, ‘প্রশাসন কেন আমাকে চাপ দেবে! আমি তো আর কোনও বাচ্চা ছেল নই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

তৃণমূল কংগ্রেস : পুজো শেষেই গেরুয়া শিবিরে ভাঙন! অভিষেকের হাত ধরে TMC-তে BJP বিধায়ক
জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দলত্যাগী বিধায়ক

তৃণমূলে যোগ দিয়েই ওই দলের নেতা, প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন হরকালী। সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলে বিধায়ক বলেন, ‘আমি মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক ১০০ শতাংশ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। চক্রান্ত করে এইসব করা হচ্ছে। নির্বাচন যত সামনে আসবে, তত এই ধরনের ঘটনা ঘটবে।’

এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আসা বিধায়ক হরকালী প্রতিহারকে সম্বর্ধনা জানানো হয়। কোতুলপুরে এই সম্বর্ধনা সভায় তাঁকে উত্তরীয় পরিয়ে দেন সঙ্গীতা মালিক। ঘটনাচক্রে গত বিধানসভা নির্বাচনে কোতুলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিককেই পরাজিত করে বিধানসভা ভবনে যাওয়ার ছাড়পত্র আদায় করেছিলেন বিজেপির হরকালী প্রতিহার। এদিনের সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত, বিজেপি ছেড়ে তৃণমূলের আসা আরও এক বিধায়ক তন্ময় ঘোষসহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *