DA Hike : ডিএ-র টাকাও চুরি! আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বিস্ফোরক রুদ্রনীল – rudranil ghosh bjp leader and film actor presents to da protest stage at dharamatala


বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দুর্গাপুজোর পরই ধর্মতলায় চলছে ডিএ আন্দোলনকারীদের ‘বিষাদ সম্মিলনী’। শুক্রবার ডিএ আন্দোলনের মঞ্চে দেখা গেলে বিজেপি নেতা ও চিত্রতারকা রুদ্রনীল ঘোষ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তিনি। একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মীদের ‘বঞ্চনার’ অভিযোগ করেছেন রুদ্রনীল।

ডিএ-র আন্দোলন মঞ্চে রুদ্রনীল

শুক্রবার ডিএ আন্দোলনকারীদের প্রতীকী অনশন মঞ্চে দেখা যায় বিজেপি নেতাকে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিষাদ সম্মিলনীর মঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন বিজেপির এই তারকা মুখ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল বলেন, ‘দলমত নির্বিশেষে সবাই বঞ্চনার কথা জানে। সেই কারণে আমরা এখানে আসছি। যে কোনও জীবিকার মানুষ এখন এক হচ্ছে। এখানে যাঁরা বসে রয়েছেন, আন্দোলন করছেন তাঁরা তো সত্যি কথা বলছেন। সত্যিকে এড়িয়ে বাংলা কখনও বাঁচতে পারেনি, পারবেও না। ডিএ-র টাকা চুরি হচ্ছে। এখানে যেসব মানুষ বসে রয়েছেন তাঁরা বঞ্চনার শিকার।’

DA Hike : ডিএ প্রার্থনা দুর্গা বিসর্জনেও! গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ‘দেবী’ মমতার কাছে বকেয়া মেটানোর দাবি
জ্যোতিপ্রিয় মল্লিক ইস্যুতে কাকে খোঁচা রুদ্রর?

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। ডিএ আন্দোলনে মঞ্চ থেকে সেই নিয়েও মুখ খুলেছেন রুদ্রনীল। ‘জ্যোতিপ্রিয় মল্লিক ঠিকই বলেছে যে তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে ছোটোবেলায় কেউ বলে দেয়নি, তিনি যে দলটা করেন সেই তারা ষড়যন্ত্র কষে। জ্যোতিপ্রিয়বাবু ১০ টাকা পেয়েছেন, দল পেয়েছে ২০ টাকা। যিনি প্ল্যান দিলেন তিনি ধরা পড়েননি। জ্যোতিপ্রিয় মল্লিক আসলে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।’

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ দীর্ঘদিনের। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র দাবিতে কয়েকমাস ধরে তাঁরা আন্দোলনে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও সরকারি কর্মীরা তাতে খুশি নন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে মোদী সরকার। নতুন করে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। নতুন করে কেন্দ্র ডিএ বাড়ানোয় ফের ফুঁসে উঠেছেন সরকারি কর্মীরা। আগামী দিনে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলেই আগেই জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *