Darjeeling Accident: দার্জিলিং বেড়াতে গিয়ে ১০০ ফুট গভীর খাদে পর্যটক বোঝাই গাড়ি, চিন্তায় দুর্ঘটনাগ্রস্থদের পরিবার – tourist car fell in 100 feet deep ditch at darjeeling


দার্জিলিং বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পর্যটকেরা।। ১০০ ফুট গভীর খাদে পড়ে গেল গাড়ি। ওই গাড়িতে বোঝাই ছিল পর্যটক। জানা গিয়েছে প্রত্যেকেই সাংঘাতির আহত প্রত্যেকে। গাড়িতে ছিলেন কলকাতা, হলদিয়া ও মহিষাদলের সাত বাসিন্দা। দুর্ঘটনার কথা শোনার পর থেকে চিন্তায় পরিবারের লোকজন। দুর্ঘটনার খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

শুক্রবার দার্জিলিংয়ের পথে এল ভয়াবহ দুর্ঘটনার খবর। পর্যটক বোঝাই গাড়ি পড়ল ১০০ ফুট গভীর খাদে। ঘটনার জেরে জখম হয়েছেন গাড়িটিতে থাকা ৭ জন পর্যটক। দুর্ঘটনাটি ঘটেছে, কালিঝোরার কাছে সিটং এর কারমাথ এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, দ্রুত উদ্ধার করে তাদের আনন্দলোক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

এক সূত্রের দাবি, ওই গাড়িটিতে শুধু হলদিয়া নয় কলকাতার পর্যটকেরাও ছিলেন। কলকাতার পর্যটকদের এই দলটি সিটংয়ে ছিল। সেখান থেকে গাড়িভাড়া করে দার্জিলিং ঘুরতে যায়। দার্জিলিং ঘুরে পেশক রোড ধরে ফের সিটংয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। কলকাতার পাশাপাশি মহিষাদল ও হলদিয়ার ৭ জন ছিলেন ওই গাড়িতে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়ে আই সি ইউতে ভর্তি মহিষাদলের জগৎপুরের বাসিন্দা নিবেদিতা দাস। আহত হয়েছে সৌম্যদীপ মান্না , মুকুলিকা দাস মান্না, সন্দীপ মান্না সহ পরিবারের অন্যান্যরা। এরা সুতাহাটা থানার বাসুদেবপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

মহিষাদল থানা ও সুতাহাটা থানার পুলিশ স্থানীয় থানার সাথে যোগাযোগ করেছে। প্রশাসনের চেষ্টায় তাদের যাতে বাড়ি ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র। তিনি বলেন, ‘খবর পাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আহতদের পরিবারের লোকজন ইতিমধ্যেই দার্জিলিং পাড়ি দিয়েছে। আহতদের ও তাদের পরিবারের যদি কোনও সাহায্যের প্রয়োজন হয় তাদের পাশে আমরা রয়েছি।’ দার্জিলিঙের রাস্তায় এমন দুর্ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *