Jyotipriya Mallick Arrested: ২০ ঘণ্টার তল্লাশির শেষে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য মন্ত্রীর – jyotipriya mallick tmc minister has been arrested by enforcement directorate


Ration Scam: ২০ ঘণ্টারও বেশি ম্যারাথন তল্লাশি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের পর এবার গ্রেফতার জ্যোতিপ্রিয়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর ইডি-এর হাতে গ্রেফতার রাজ্যের দ্বিতীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে। তারা আমাকে শিকার করেছে।’ ইডি দফতরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় ইডি আধিকারিকরা ঢোকেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়ি। সল্টলেক BC ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান। পাশাপাশি ইডি হানা দেয় মন্ত্রী জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-এর বাড়িতেও। এছাড়া সমান্তরালভাবে মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও চলে তল্লাশি। মন্ত্রীর আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনের বাড়িতেও যায় ইডি। অন্যদিকে, ইডি সূত্রে খবর, একটানা জিজ্ঞাসাবাদের প্রায় একুশ ঘণ্টা পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আনা হয়।

জানা গিয়েছে, রাত ১.৩৫ মিনিটে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় যদি জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার ভোর ৩.২২ মিনিট নাগাদ বাড়ি থেকে বার করা হয়। ৩.৩০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আনা হয়।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *