Jyotipriya Mallick Latest News: রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রামের বাড়িতেও বিপুল সম্পত্তির খোঁজ! দাবি ঘিরে শোরগোল – jyotipriya mallick minister have many illegal property in purba bardhaman demands opposition


রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী সহ তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও ম্যারাথন তল্লাশি। টানা ২০ ঘণ্টার ইডি অভিযান শেষে মন্ত্রীর গ্রেফতারি। জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই আলোচনায় তাঁর সম্পত্তি। প্রথমে চর্চায় শান্তিনিকেতনের বিলাসবহুল বাড়ি, এবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রামেও বেনামে বিপুল সম্পত্তি থাকার দাবি উঠল।

বেনামে বিপুল সম্পত্তির দাবি

জানা গিয়েছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রামের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। সেখানকার পূর্বখাঁপুর গ্রামের বাড়ি তাঁর গ্রেফতারির পর একেবারে শুনশান। এই গ্রামে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার পরিবারের নামে, বেনামে প্রচুর সম্পত্তির রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। পূর্বখাঁপাড়া গ্রামে রয়েছে মন্ত্রীর বিলাসবহুল প্রসাদ। এই বাড়িটি সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ মোড়া।

মন্ত্রীর গ্রামের বাড়ির লাগোয়া রয়েছে একটি রেশন দোকান। এই রেশন দোকানটি মন্ত্রীর এক ভাইপোর নামে রয়েছে বলে জানা গিয়েছে। বিরোধীদের দাবি, খাদ্যমন্ত্রী থাকাকালীন তাঁর নিজের প্রভাব খাটিয়ে নিজের পরিবারের সদস্যদের নামেও রেশন দোকান সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে পিছু পা হননি জ্যোতিপ্রিয়। সেই সঙ্গে গ্রাম জুড়ে মন্ত্রী ও তার পরিবারের প্রচুর স্থাবর,অস্থাবর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ।

আইআইটি কলেজের মালিকানা নিয়েও প্রশ্ন

মন্তেশ্বরের বামুনপাড়া এলাকায় একটি আই.আই.টি কলেজও রয়েছে জ্যোতিপ্রিয়র বলে নামে উঠেছে দাবি। কলেজটি দেখাশোনার দায়িত্ব রয়েছে তার এক ভাইয়ের হাতে। কোটি কোটি টাকা ব্যয়ে বেশ কয়েক বিঘা জমিতে তৈরী হয়েছে একটি আই.আই.টি কলেজ। কেন্দ্রীয় এজেন্সির হানাদারি শুরু হতেই এই কলেজের সাইনবোর্ডটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের অতীতে যত সম্পত্তি ছিল, মন্ত্রী হবার পরে তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তা ৭০-৮০ বিঘা সম্পত্তি মল্লিক পরিবারের কাছে রয়েছে বলে বিরোধী দলগুলির অভিযোগ।

Jyotipriya Mallick: ‘অপা’-এর পর ‘দোতারা’! জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই শান্তিনিকেতনের বাংলো ঘিরে জোর চর্চা

BREAKING! ২০ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক

স্থানীয়দের দাবি, পূর্বখাঁপাড়া গ্রামে গেলে বোঝা যায় মন্ত্রীর প্রভাব। এলাকাবাসীর সূত্রে খবর, মন্ত্রী নিজের গ্রামেও মন্ত্রিত্বের প্রভাব খাটাতে পিছু পা হতেন না। মন্ত্রীর ভয়ে পূর্বখাঁ পাড়া সহ আশপাশের গ্রামের মানুষ এতটাই ভীত যে মন্ত্রীর গ্রেফতারির পর ক্যামেরার সামনে কিছু বলতে ভয় পাচ্ছে স্থানীয়রা। এদিন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির কাছে গিয়ে খোঁজখবর নেওয়া হলেও কেউই কথা বলতে রাজি হননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *