Paresh Chandra Adhikary : হৃদরোগে মৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলের, শোকের ছায়া সবমহলে – coochbehar tmc mla paresh adhikari son died due to cardiac arrest


প্রয়াত হলেন কোচবিহার জেলার মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর পুত্র হীরকজ্যোতি অধিকারী। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। হীরক পেশায় একজন চিকিৎসক ছিলেন। ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কী জানা যাচ্ছে?

শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী প্রয়াত হন। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করেন হীরকজ্যোতি। সঙ্গে সঙ্গে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস কুমার দাস জানিয়েছেন, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি সংক্রান্ত রোগের কারণে মৃত্যু হয়েছে হীরকজ্যোতির বলে মনে করা হচ্ছে। কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী ডাক্তার হীরকজ্যোতি। জেলা তৃণমূল যুব’র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া মেখলিগঞ্জে।

পরেশ অধিকারীকে নিয়ে চর্চা

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছিল বিধায়ক পরেশ অধিকারীর নাম। বাম আমলে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরেই বামপন্থী রাজনীতি করেছেন তিনি। এরপর রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূলে যোগদান করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ান তিনি। যদিও লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর ফের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন পরেশ। তৃণমূল জমানায় শিক্ষা প্রতিমন্ত্রী হন তিনি। তবে রাজ্যে শিক্ষক দুর্নীতি কাণ্ডে তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসে।


শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম

বিরোধীরা অভিযোগ করেন, নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে শিক্ষকতার চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি, তাঁর পরিবারের আরও একাধিক সদস্যকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বিরোধীরা। তাঁর বাড়িতে ইডি তল্লাশি হয়। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে।

KLO-এর নাম করে ১০ লাখ টাকা দাবি, BJP প্রার্থীর স্বামীকে পরিবার সমেত প্রাণে মারার হুমকি
পরিবারকে নিয়ে অভিযোগ

প্রসঙ্গত, পরেশ অধিকারী নিজের মেয়েকে ছাড়াও আরও কয়েকজনকে পদের সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরেশ অধিকারীর পরিবারের ৩১ জন সদস্যদের নামের তালিকা প্রকাশ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রত্যেকেই কোনও না কোনও ভাবে বেনিয়মের মাধ্যমে কর্মরত হয়েছেন। উল্লেখ্য, বিতর্কে জড়ানোর পর তাঁকে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিত্ব পদ হারাতে হয়। মন্ত্রিত্ব হারানোর পর জেলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন পরেশ অধিকারী। তবে পুজোর পরেই এহেন মর্মান্তিক খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার। তৃণমূলের একাধিক নেতৃত্ব পরেশ অধিকারীর ছেলের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *