Puja Carnival 2023 Time: চলছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল, কোন রাস্তা বন্ধ-দেখবেন কোথায় জানুন এক ক্লিকেই – red road durga puja carnival 2023 which road will be closed and where to watch here is the details


সব ভালো জিনিসই একদিন সেই হয়ে যায়। সেই পথে চলে এদিন অবশেষে শেষ হতে চলেছে বাঙালির দুর্গোৎসব। রেড রোড কার্নিভ্যালের মাধ্যমে বাঙালির মেগা উৎসব এবছরের মতো শেষ হতে চলেছে শুক্রবার। কিন্তু এই উৎসব শেষের ভাঙা হাটে শহরবাসীর একাংশের মনে আনন্দ নেই। দশমীর পর থেকে খুলে গিয়েছে অফিস। চাইলেও উৎসবের পড়ে পাওয়া ষোলো আনা আনন্দ চেচেপুছে উপভোগ করা সম্ভব হচ্ছে না। উপরন্তু শুক্রবার শহরের পথে অন্য কাজে বের হলে অসুবিধায় পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ- কার্নিভ্যাল উপলক্ষে এদিন বন্ধ থাকতে চলেছে একাধিক রাস্তা।

কোন কোন রাস্তা বন্ধ?

রেড রোডে দুর্গা পুজোর কার্নিভ্যাল উপলক্ষে শহরবাসীর জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার। এদিন বেলা চারটে থেকে রেড রোডে শুরু দুর্গাপুজোর কার্নিভ্যাল। সেখানে অংশ গ্রহণ করবে ৯৬টি পুজো। এই উপলক্ষে রেড রোডে বৃহস্পতিবার রাত ৯ টা থেকে বন্ধ যান চলাচল। সকালে খোলা থাকলেও দুপুর ২টো থেকে রাত ১০টা অথবা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডের সংযোগকারী সমস্ত রাস্তা। বন্ধ থাকবে কুইন’স ওয়ে, লাভার্স লেন, এসপ্লানেড রোড, পলাশি গেট রোড সহ স্ট্র্যান্ড রোডও থাকবে বন্ধ। যাতায়াতের জন্য খোলা থাকবে জওহরলাল নেহেরু রোড।

পার্কিং নিয়ে এদিন রেড রোড এলাকায় রয়েছে একাধিক বিধিনিষেধ। মেয়ো রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ক্যাথিড্রাল রোড, জওহরলাল নেহরু রোডে থাকছে পার্কিংয়ের জন্য থাকছে কিছু নিষেধাজ্ঞা।

বাড়ি বসে কোথায় দেখবেন কার্নিভ্যাল

সামনা সামনি একসঙ্গে সমস্ত পুরস্কার প্রাপ্ত ঠাকুরকে একত্রে দেখতে কার্নিভ্যালে আসেন বহু মানুষ। সাধারণত পাস ছাড়া এই অনুষ্ঠান দেখা যায় না। যদিও মুখ্যমন্ত্রী এবছর পাশ ছাড়াও কার্নিভ্যাল দেখা যাবে বলে জানিয়েছেন। কিন্তু আপনার পক্ষে যদি সেখানে পৌঁছনো সম্ভব না হয় তাহলে আপনি ঘরে বসেও দেখতে পাবেন এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সমস্ত খুঁটিনাটি দেখতে চোখ রাখুন এই সময় ডিজিটালে। সরাসরি দেখতে ক্লিক করুন- https://www.eisamay.com/

এছাড়া আমাদের ফেসবুক পেজেও দেখতে পাবেন সরাসরি রেড রোড কার্নিভ্যাল। ক্লিক করুন-

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকেও সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। ক্লিক করুন-

এদিন কার্নিভ্যাল শেষে বাড়ি ফেরার জন্য রয়েছে বাড়তি মেট্রো, ট্রেন, বাসও। দর্শকদের সমস্ত ধরনের স্বাচ্ছন্দ্যের কথা খেয়াল রেখেছে কলকাতা পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *