পশ্চিম মেদিনীপুর : বিডিও-র বদলি রুখতে মিছিল গড়বেতায় – procession is organized to stop the transfer of bdo at west medinipur garbeta


এই সময়, মেদিনীপুর: বিডিও-র বদলি রুখতে পথে নামলেন এলাকাবাসী। চিঠি লিখলেন জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের। সম্প্রতি বদলির নির্দেশ এসেছে গড়বেতা-১ ব্লকের বিডিও ওয়াসিম রেজার। তাতেই মন খারাপ স্থানীয়দের। এ দিন তাঁর বদলি রুখতে মিছিলও করেন তাঁরা।

এদিনের মিছিলে হাজির ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মঙ্গলপ্রসাদ মাইতি, ক্রীড়াবিদ শ্যামল সাহা, চিত্রশিল্পী অনির্বাণ পালরা। মঙ্গলপ্রসাদ মাইতি বলেন, ‘সত্যি ভালো বিডিও। উন্নয়নের স্বার্থে ওঁকে আরও কিছু দিন এখানে রাখা হোক।’ চিত্রশিল্পী অনির্বাণ পাল বলেন, ‘বিডিও-র এই বদলি আমরা মেনে নিতে পারছি না। আমরা জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছি এই বিডিও-কে আরও কিছুদিন এখানে রেখে দেওয়ার জন্য।’

জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, ‘ওই বিডিও এলাকায় অনেক কাজ করেছেন। গড়বেতায় ডব্লিউবিসিএস কোচিং সেন্টার চালু করেছেন। এলাকার মানুষ ভালোবেসে এ সব করছেন। তবে এভাবে বদলি আটকানো যায় না। ওই কোচিং সেন্টার যাতে চলে এবং এলাকার উন্নয়নের কাজ অব্যাহত থাকে তা দেখা হবে।’

বিডিও ওয়াসিম রেজা বলেন, ‘আজ আমি গড়বেতায় ছিলাম না। পূর্ব মেদিনীপুরের তমলুকে যেখানে বদলি হয়েছে, সেখানে গিয়েছিলাম। শুনলাম ডব্লিউবিসিএস কোচিং-এর ছাত্রছাত্রী, এলাকার কিছু মানুষ এ সব করেছেন। কিন্তু প্রশাসনিক নিয়মেই বদলি হতে হবে। তা মেনে নিতেও হবে। তাঁদের ভালোলাগা, ভালোবাসা থেকে হয়তো করেছেন। আমি কথা দিচ্ছি, ওঁদের সঙ্গে থাকব। অনলাইনে কোচিংও দেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *