Arjun Singh on Jyotipriya Mallick : ‘অভিযোগ প্রমাণিত হয়নি…’, জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে বিস্ফোরক অর্জুন – arjun singh protest for jyotipriya mallick arrest by ed on ration distribution scam


জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও সেগুলি এখনও প্রমাণিত হয়নি। মিডিয়া ট্রায়াল করে তাঁকে অভিযুক্ত করে দেওয়া হচ্ছে। বনমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল নেতা অর্জুন সিংয়ের। তাঁর বিজেপিতে থাকাকালীন একসময় অর্জুন – জ্যোতিপ্রিয় দ্বৈরথে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। গ্রেফতারির পর সতীর্থের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিল অর্জুনের।

গ্রেফতারির প্রতিবাদে মিছিল

রেশন দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। যার প্রতিবাদে আজ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।
জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর রথ মেলার মাঠের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আতপুর- জগদ্দল শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এছাড়াও ছিলেন জগদ্দল টাউন সভাপতি হিমাংশু সরকার, কাউন্সিলর সোমনাথ তালুকদার, প্রবীর বৈদ্য, তৃণমূল নেতা মন্নু সাউ, ও অন্যান্য নেতৃবৃন্দ।

কী বললেন অর্জুন?

সাংসদ বলেন, ‘আমাদের দলের পুরনো কর্মী অভিক্ত জেলার সভাপতিকে ইডি গ্রেফতার করেছে। তবে আমাদের দুর্ভাগ্য দোষ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়ার একাংশ তার ট্রায়াল শুরু করে দিয়েছে।’ তাঁর কথায়, আমরা যখন ১০০ দিনের কাজের ন্যায্য টাকা চেয়ে দিল্লিতে আন্দোলন করেছি, তারপরেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের দিয়ে গ্রেফতার করানো হচ্ছে। যা বাংলার মানুষ মেনে নিতে পারছে না।

জেলা জুড়ে প্রতিবাদ

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নিশ্চুপ থাকলেও শনিবার লক্ষ্মী পুজোর দিন জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেয় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। একাধিক জায়গায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মধ্যমগ্রাম, বারাসত থেকে শুরু করে কাঁচড়াপাড়া, জগদ্দল এলাকায় মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলে পা মেলান তৃণমূল সরকারের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষও।

Jyotipriya Mallick Latest News : জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে জেলা জুড়ে মিছিল তৃণমূলের, পথে নামলেন খাদ্যমন্ত্রীও
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জেলার মানুষের মনে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে যাতে বিরূপ প্রভাব না পড়ে তার জন্যেই এই মিছিলের আয়োজন বলে ধারণা রাজনৈতিক মহলে। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আগামী সোমবার পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *