কী জানা যাচ্ছে?
শনিবার সকালে সিউড়ি থানার অন্তর্গত কলেজ পাড়া মোড়ের কাছে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ। সাত সকালে দেহটি দেখতে পেয়ে আঁতকে ওঠেন সাধারণ মানুষ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতাল নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে যুবকের কোন পরিচয় এখনো অবধি জানা যায়নি।
পুলিশ কী জানাচ্ছে?
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের পাশে থেকে একটি রক্তমাখা পাথরও উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যুবককে পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে কে বা কারা মারল কেনই মারল খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় ওই যুবকের সঙ্গে দুজনের বচসা হয়। বারবার মারধর করা হয় মৃত ওই যুবককে। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ী দুজনকে চিহ্নিতকরণের কাজ করছে পুলিশ। দোষীদের খোঁজে তল্লাশি শুরু।
স্থানীয়রা কী জানাচ্ছেন?
স্থানীয় বাসিন্দারা জানান, যুবকের গায়ে ছিল একটি চেক জামা ও জিন্স। যুবকের দেহটি প্রকাশ্যে রাস্তার উপর চিৎ হয়ে পড়ে ছিল বলে জানান স্থানীয়রা। মৃত যুবকের মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন ছিল। গলগল করে রক্ত বেরোনোর কারণে গোটা রাস্তা রক্তে ভেসে যায় বলে জানান স্থানীয়রা। যুবকের মাথায় ভারী কোনও পাথর দিয়ে আঘাত করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
তবে মৃত যুবকটি এলাকার কোনও বাসিন্দা নন বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। দ্রুত ঘটনার তদন্তের ব্যাপারে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে সিউড়িতে ব্যাঙ্ক ডাকাতি থেকে শুরু একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।