Jyotipriya Mallick Latest News : জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে জেলা জুড়ে মিছিল তৃণমূলের, পথে নামলেন খাদ্যমন্ত্রীও – tmc protest rally against jyotipriya mallick arrest leading by rathin ghosh at uttar 24 parganas


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন থেকে নজর ঘোরানোই টার্গেট! সেই কারণেই পুজোর মধ্যে ইডি, সিবিআই দিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে। তার নতুন সংযোজন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির এই চক্রান্তের দাবি তুলে শনিবার মিছিলের আয়োজন উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে। রাস্তায় পা মেলালেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

প্রতিবাদ মিছিল

শনিবার সকালে মধ্যমগ্রামে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নেতৃত্ব দেন। জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হেনস্থা ও গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়। মধ্যমগ্রাম চৌমাথা পুরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে সোদপুর রোড ধরে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসে পুরসভার সামনে।

কী বললেন খাদ্যমন্ত্রী?

মন্ত্রী রথীন ঘোষ জানান, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকার জন্য আন্দোলন করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যে বিভিন্ন দলের নেতৃত্বের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। তারই বিরুদ্ধে এই প্রতিবাদ।

নজর ঘোরাতে গ্রেফতার বলে দাবি

১০০ দিনের কাজের প্রতিবাদ অন্যদিকে ঘোরাতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি বলে দাবি তৃণমূলের। তারই প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। বারাসাতে ডাকবাংলা মোড়ে পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেন জেলার সমাধিপতি নারায়ন গোস্বামী।

জেলা জুড়ে মিছিল

বারাসত, মধ্যমগ্রামের পাশাপাশি কাঁচরাপাড়া থানা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত ও হালিশহর বাগমোর থেকে কলেজ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার উপ পুর প্রধান হিমানীশ ভট্টাচার্য, রাজ্যের ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। কাঁচরাপাড়া হালিশহরের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউন্সিলর ও কর্মীরা।

Jyotipriya Mallick Assets: কত কোটির মালিক জ্যোতিপ্রিয়? মন্ত্রীর সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে তাঁকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। টানা ২০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁকে আদালতে তোলার সময় অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *