Kolkata Crime News : জলের বোতলের দাম নিয়ে বচসা! গিরীশ পার্ক এলাকায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ – young boy unnatural death case filed at girish park police station in kolkata


জলের বোতলের দাম নিয়ে বচসা। তাতেই প্রাণ গেল এক যুবকের। মৃত ব্যক্তির নাম আকাশ প্রতাপ কুড়ি (২০)। ঘটনায় অভিযুক্ত পান মশলার দোকান মালিক। তদন্ত শুরু করেছে গিরীশ পার্ক থানার পুলিশ।

কী ঘটনা ঘটেছে?

মৃতের পরিবারের দাবি, জলের বোতল কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। মৃতের পরিবারের সদস্যরা জানায়, মোমোর ব্যবসা করবে বলে বাসন কিনতে গিয়েছিল দুই ভাই আকাশ প্রতাপ কুড়ি ও চন্দন প্রতাপ কুড়ি। তারা লেকটাউন এলাকার বাসিন্দা। কাজের ফাঁকেই ৪৮ নম্বর প্রিয়া মাইতি রোডের একটি টি স্টলে জলের বোতল কিনতে যায় দুজনে। সেই দোকানেই মালিক শের বাহাদুর সিং এর সঙ্গে তাঁদের ঝামেলা হয়।

কী অভিযোগ পরিবারের?

মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, দোকানদার প্রথমে ওই ব্যক্তিকে মারধর করে। ভাইকে বাঁচাতে এলে দাদাকেও মারা হয়। আকাশ প্রতাপকে বেধড়ক মারধর করার পর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটে। আজ মারা গিয়েছে আকাশ। ঘটনায় গিরীশ পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গিরীশ পার্ক থানার পুলিশ তদন্ত করছে। যদিও, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে গিরীশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ সূত্রে কী খবর?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোহার রড দিয়ে মারা হয় আকাশ ও চন্দনকে। দোকানি কারা সিং ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আহতদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। চন্দনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে আকাশ হাসপাতালে ভর্তি ছিল। শুক্রবার চিকিৎসা চলে তাঁর। শনিবার আসে মৃত্যুর খবর। মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শেষ পাওয়া খবর, এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Kolkata Cyber Crime : ব্যাঙ্ক জালিয়াতি রুখে দিতে ‘টিপস’ কলকাতা পুলিশের, কী কী মেনে চলবেন জেনে নিন
বচসার জেরে যুবকের মৃত্যুর ঘটনা কিছুদিন আগেই ঘটে নদিয়া জেলায়। মৃতের নাম রাজিব দেবনাথ (৩৫। রাজিব চাকদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যার্থী ক্লাব সংলগ্ন এলাকায় থাকে বলে জানা গিয়েছে। স্টেশন সংলগ্ন ঘোড়া স্ট্যান্ড এলাকায় বন্ধুদের সঙ্গে রাজিব আড্ডা মারছিল বলে জানা যায়। তখনই কোনও কারণে বন্ধুদের মধ্যে ঝামেলা হয়। এরপরেই রাজিবের বুকে ছুরি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত রাজিবকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করে চাকদা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *