Malda News : গাড়িতে সজোরে ধাক্কা বাইকের, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ইংরেজবাজারের বিধায়কের – malda english bazar mla sreerupa mitra chaudhury faced a car accident


বড়সড় দুর্ঘটনার হাত রক্ষা পেলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা জেলার ইংরেজবাজারের মিল্কি খাসখলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। বিধায়কের গাড়িতে একটি বাইক এসে ধাক্কা মারে বলে অভিযোগ। তবে বিধায়ক সামান্য আহত হলেও নিরাপদে রয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

কী জানা যাচ্ছে?

শনিবার সকালে মানিকচকে দলীয় কর্মীদের সঙ্গে বিজয়ার সৌজন্যমূলক শুভেচ্ছা সাক্ষাৎ করার পর বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজবাজারের মিল্কি খাসখল এলাকায় এই দুর্ঘটনা ঘটেl

কীভাবে ঘটল ঘটনা?

জানা যায়, মানিকচক থেকে ইংরেজবাজারের আসার সময় হঠাৎই মিল্কি খাসখল এলাকায় পিছন থেকে চারজন যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে এসে বিধায়কের গাড়ির পিছন দিকে সজোরে ধাক্কা মারে। যার ফলে গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। কাঁচের টুকরো বিধায়কের হাতে লাগে। তড়িঘড়ি বিধায়কের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে যায়।

এরপর কী ঘটল?

ইতিমধ্যেই চারজন যুবক মোটর সাইকেল ফেলে দিয়ে পালানোর সময় বিধায়কের নিরাপত্তারক্ষীরা দু’জন যুবককে হাতেনাতে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে মিল্কি ফাঁড়ির পুলিশ। তবে এটা দুর্ঘটনা না উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা করা হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেl

কী বললেন বিধায়িকা?

বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, ‘আমি গাড়ি করে ফিরছিলাম। হঠাৎ পৌনে এগারোটা নাগাদ চরম একটা আওয়াজ আসায় কানে হাত চাপা দিই। পিছন থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। আমার গাড়ির একটি অংশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তবে কেন আমার গাড়ির উপর এসে মারল, সেটা আমি বলতে পারব না।’ তবে তিনি জানান, একটি ছেলেকে চিহ্নিত করা গিয়েছে, তার দাদা স্থানীয় জেলা পরিষদের তৃণমূল সদস্য বলে জানা গিয়েছে।

Fake Notes In India : ২০০-র নোটেই ‘ফোকাস’ পাচারকারীদের! বাংলায় ফের সক্রিয় চক্র, উদ্বিগ্ন পুলিশ
হঠাৎ করে বিধায়কের গাড়িতে এসে বাইকটি কেন ধাক্কা মারল? বাইক কী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল? যদিও এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখুক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যাদেরকে পাকড়াও করা গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *