Tala Prattoy : এখনও দেখা যাবে টালা প্রত্যয়ের দুর্গা পুজো আর্ট, কতদিন এই সুযোগ? – tala prattoy durga puja art will be open for visitors till 31 october 2023


বিগত বছরগুলির মতো এবারেও অভিনব থিম তথা জাঁকজমকপূর্ণ পুজোর মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে উত্তর কলকাতার টালা প্রত্যয়। এই বছর তাদের থিম ছিল ‘কহন a narration’। যা ইতিমধ্যেই বেশকিছু পুরস্কারও জিতে নিয়েছে। এবার দর্শনার্থীদের জন্য আরও এক সুখবর। যাঁরা প্রবল ভিড়ের জন্য টালা প্রত্যয়ের অপরূপ শিল্পকর্ম দেখতে পাননি, বা যাঁদের একবার দেখে আশ মেটেনি, তাঁদের জন্য আরও একবার সেই শিল্পকলা দেখার সুযোগ।

কতদিন পর্যন্ত দেখা যাবে?

এই বিষয়ে টালা প্রত্যয়ের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, যে তাদের মণ্ডপের আর্ট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১১টা পর্যন্ত জন সাধারণের জন্য খোলা থাকবে। আর এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানানো হয়েছে টালা প্রত্যয়ের পক্ষ থেকে।

সোশ্যাল মিডিয়া পোস্টে যা লেখা…
ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘দর্শকদের প্রবল অনুরোধে, আমাদের এবারের দুর্গাপূজা আর্ট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ১১ টা অবধি সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দুর্গা পুজো শিল্প প্রিয় মানুষকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’


প্রচুর পুরস্কারে ভূষিত টালা প্রত্যয়
প্রসঙ্গত, অভিনব থিম ও পুজোর মধ্যে দিয়ে এই বছর বেশকিছু পুরস্কার জিতে নিয়েছে টালা প্রত্যয় বারোয়ারি। রাজ্য সরকার পরিচালিত বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩-এর বিচারের সেরার সেরা পুজোর তালিকায় ৩ নম্বরেই নাম রয়েছে টালা প্রত্যয়ের। অন্যদিকে রাজ্যপালের বিচারে সৃজনশীলতা ও আলোর খেলাতেও সেরার সম্মান পায় টালা প্রত্যয়। যদিও রাজ্যপালের দেওয়া সেই দুর্গারত্ন সম্মান প্রত্যাখান করে টালা প্রত্যয় পুজো কমিটি, যা নিয়ে বিতর্কও শুরু হয়।

বিসর্জনেও অভিনবত্ব
এই বছর প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও অভিনবত্ব দেখায় টালা প্রত্যয়। মণ্ডপেই দমকলের হোস পাইপ দিয়ে গলিয়ে ফেলা হয় টালা প্রত্যয়ের প্রতিমা। মূলত গঙ্গার দূষণ আটকাতেই এই সিদ্ধান্ত নেন বারোয়ারির সদস্যরা। আর শুধু তাই নয়, প্রতিমা তৈরিতে যে মাটি ব্যবহার হয়েছে, সেটিও সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে, যাতে তা পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। টালা প্রত্যয়ের অভিনব এই বিসর্জনের পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। আর এবার মণ্ডপের আর্ট আরও কিছুদিন দেখার সুযোগ পেয়ে দেলে দর্শনার্থীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *