Acid Attack : স্ত্রী পরকীয়ায় লিপ্ত সন্দেহে অ্যাসিড হামলা স্বামীর, বীরভূমে এক শিশুসহ আক্রান্ত ৩ – acid attack on a woman allegedly by his husband at birbhum


Birbhum News : বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছেন স্ত্রী। সন্দেহের বশেই স্ত্রীকে অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নক্কারজনক ঘটনা বীরভূম জেলায়। অ্যাসিড হামলায় মহিলা, শিশু সহ তিনজন আক্রান্ত হয়েছেন বলে খবর। ঘটনার পরেই অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনায় তদন্ত শুরু পুলিশের।

কী জানা যাচ্ছে?

বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত সন্দেহে স্ত্রীকে অ্যাসিড হামলা করল স্বামী। সেই অ্যাসিডে জখম মেয়ে ও নাতি। অ্যাসিডে পোড়া অবস্থায় তিনজনেই ভর্তি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মেয়ের শ্বশুর বাড়ি বীরভূমের রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার অন্তর্গত মহিল্লা গ্রামে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তে মারগ্রাম থানার পুলিশ।

কী ভাবে ঘটল ঘটনা?

জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার অন্তর্গত হাসন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোনতা গ্রামের বাসিন্দা ওয়াসিম লেট। পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী শম্পা লেটের উপর বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে সন্দেহ করেন। শনিবার সকালে শম্পা মেয়ের শ্বশুর বাড়ি মহিল্লাপাড়া গ্রাম যায়। ওই দিন সন্ধ্যায় ওয়াসিম হাজির হয় গ্রামে। বেশ কিছুক্ষণ সময় ধরে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বচসার মাঝেই স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করে স্বামী।
অ্যাসিড হামলার ঘটনায় এক শিশুসহ তিনজন পুড়ে যায়। স্ত্রী শম্পার মুখ এবং শরীরে অধিকাংশ জায়গায় অ্যাসিড হামলায় পুড়ে গিয়েছে বলে খবর। জখম হয়েছে তাঁর মেয়ে ও শিশু পুত্র। তিনজনকেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

তদন্ত শুরু পুলিশের

হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে। মারগ্রাম থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। পুরো ঘটনায় গা ঢাকা দিয়েছে স্বামী ওয়াসিম লেট। অভিযুক্ত স্বামীকে খোঁজার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Birbhum News : মাথা থেঁতলানো রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার সিউড়িতে, প্রকাশ্যে রোমহর্ষক সিসিটিভি ফুটেজ
অ্যাসিড হামলা

মহিলাদের উপর একের পর অ্যাসিড হামলার খবর উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। কিছুদিন আগেই বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙরাবেরিযায় এলাকায় এরকম একটি ঘটনা ঘটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীর উপরে অ্যাসিড হামলা করার অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবক প্রথমে তরুণীর মায়ের উপর হামলা চালান বলে অভিযোগ। এরপর তরুণীর উপর অভিযুক্ত অ্যাসিড হামলা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *