Birbhum News : সিউড়িতে ‘স্টোনম্যান’-এর হাতে যুবক খুন, নেপথ্যে যৌনকর্মীর সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক? ধোঁয়াশা – birbhum siuri young boy murder case police arrested one accused


সিউড়িতে প্রকাশ্য রাস্তায় যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। বর্ধমানের এক যৌনকর্মীর সঙ্গে ত্রিকোণ সম্পর্কে জেরেই ‘স্টোন ম্যান’-এর হাতে খুন হন কুতুবউদ্দিন নামে সাঁইথিয়ার এক যুবক। স্টোনম্যানের সঙ্গীকে গ্রেফতার করে এই চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে করে সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ওক যুবককে। ধৃত যুবকের নাম শেখ ইমরান ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , বর্ধমানের এক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ছিল ‘স্টোনম্যান’-এর। আবার ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল নিহত যুবক মৃত যুবক শেখ কুতুবউদ্দিনেরও। আর তার জেরেই হত্যার এই ঘটনা। তবে স্টোনম্যানের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। এদিকে ধৃত যুবক শেখ ইমরানের পরিবারের দাবি, সে এই খুনের বিষয়ে কিছুই জানত না। ধৃত যুবককে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃত যুবক শেখ ইমরানের দাবি, সে নিজে কুতুবউদ্দিনকে দু-চারবার চর থাপ্পর মেরেছিল। কিন্তু এভাবে কুতুবউদ্দিনকে তার সঙ্গী যে খুন করে দেবে তা সে ভাবেনি। এমনকী সে চলে যাওয়ার পর কী হয়েছে তা তার জানা নেই বলেও দাবি ইমরানের।

প্রসঙ্গত, শুক্রবার রাত আড়াইটে নাগাদ সিউড়ি রক্ষাকালিতলার কাছে চৌরাস্তার মোড়ে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। ফুটেজে দেখা যায়, এক যুবক একটি বোল্ডার দিয়ে প্রায় দশবার মাথা থাকলে হত্যা করে এক যুবককে। পরে জানা যায় নিহত যুবকের নাম শেখ কুতুবউদ্দিন। বাড়ি বীরভূমের সাঁইথিয়ার নবগ্রামে।

শনিবার সকালে সিউড়ি থানার অন্তর্গত কলেজ পাড়া মোড়ের কাছে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সাত সকালে দেহটি পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় সিউড়ি থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

দেহের পাশ থেকে একটি রক্তমাখা পাথরও উদ্ধার হয়েছে। যুবককে পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দু’জনের বচসা করতে দেখা যায় ওই যুবককে। সেইসময় বারবার মারধর করা হয় ওই যুবককে। এরপরেই তদন্তে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় শেখ ইমরানকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *