DA Case : ডিএ মামলায় জয় পেতে মরিয়া বিজেপি, ‘তাবড়’ ব্যারিস্টারদের নিয়ে মাঠে নামার প্রস্তুতি – bjp and suvendu adhikari may appoint two senior lawyer to win da case in supreme court


রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি দীর্ঘদিনের। সেই মামলার জল এখন সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। এবার এই মামলা নিয়েই জোরালভাবে আইনি লড়াইয়ে নামছে বিজেপি। ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে। সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনের পাশাপাশি বিজেপি ঘনিষ্ঠ সংগঠন সরকারি কর্মচারী পরিষদও এই মামলায় রয়েছে। আগামী শুক্রবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হলে জাতীয়স্তরের দুই দুঁদে আইনজীবীকে গেরুয়া ব্রিগেডের হওয়া সওয়াল করতে দেখা যেতে পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছিলেন বিরোধী দলনেতা। তবে বিজেপির তরফে এখনও ওই দুই আইনজীবীর নাম জানানো হয়নি।

২০২২-র ৩ নভেম্বর শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। ডিসেম্বর মাসেও এই মামলার শুনানি ছিল। তখন রাজ্যের হয়ে সওয়াল করেছিলে প্রবীন আইনজীবী মুকুল রোহতগি ও অভিষেক মনু সিঙঘভি। অন্যদিকে অতীতে বিজেপির হয়ে সওয়াল করেছিলেন প্রয়াত কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ। পাশাপাশি দুঁদে আইনজীবী পিএস পাটোলিয়া এবং মীনাক্ষি অরোরাকেও গেরুয়া শিবিরের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করতে দেখা গিয়েছে। তবে এবার কোন দুই আইনজীবী গেরুয়া শিবিরের হয়ে লড়বেন, তা এখনও জানা যায়নি।

কী বলছে সরকারি কর্মচারী সংগঠন?

বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘বিরোধী দলনেতা শুক্রবারই একথা জানিয়েছে বিজেপির দলীয় দফতরে বসে। অনেকদিন পর আদালতে তারখি পাওয়া গিয়েছে। আমাদের হয়ে দু’জন সিনিয়র আইনজীবী সওয়াল করবেন। যাতে ৩ নভেম্বরই যাতে মামলার নিষ্পতি হয় আমাদের আইনজীবীরা সেই চেষ্টাই করবেন। শুভেন্দুবাবু বাঁশুরি স্বরাজের সঙ্গে কথা বলে আইনজীবীদের নাম চূড়ান্ত করবেন। এই নিয়ে আমরা এখনও কিছুই জানি না। প্রথম থেকে কলকাতা হাইকোর্টে আইনজীবী গুড্ডু সিং আমাদের হয়ে মামলা লড়েছেন। তিনিও থাকবেন। বিরোধী দলনেতা বরাবরই আমাদের পাশে দাঁড়িয়েছেন, এখনও তিনি পাশে রয়েছেন। আমরা খুবই আশাবাদী যে এবার সরকার আর সময় পাবে না। তাদের মামলা খারিজ হয়ে যাবে।’

DA Hike : ডিএ-র টাকাও চুরি! আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বিস্ফোরক রুদ্রনীল
ডিএ নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের

অন্যদিকে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরে এই নিয়ে আন্দোলন করেছেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারের ডিএ-র দাবিতে সরব তাঁরা। সম্প্রতি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এতে সরকারি কর্মীদের ক্ষোভ আরও বেড়েছে। কারণ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৪০ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *