রাজ কুন্দ্রার জমজমাট হ্যালোইন পার্টি। বান্দ্রায় হয়ে গেল সেই পার্টি। ভূত সেজে হাজির হয়েছিলেন একগুচ্ছ তারকা। চেনাইতো যাচ্ছে না কাউকে। ভয়ঙ্কর সব সাজে হাজির হয়েছেন তারকারা। ব্ল্যাক ক্যাট সেজে হাজির হয়েছিলেন শামিতা শেঠি। এক ঝলকই দেখা গিয়েছে রাজকে (Raj Kundra In Halloween Party)। ভূতের সাজে অবশ্য দেখা যায়নি রাজকে। এখন রাজ কুন্দ্রা তাঁর সিনেমা ut69 নিয়ে ব্যস্ত। তাঁর জীবনের সত্যি ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। দেশ জুড়ে একাধিক জায়গায় এই সিনেমার প্রমোশনে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে রাজকে। ৪ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এর মাঝেই জমজমাট হ্যালোইন পার্টিতে হাজির রাজ কুন্দ্রা। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিয়ো। দেশ থেকে রাজ্যের সমস্ত জেলার নানান খবরে আপডেটেড থাকত আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.