ছবির শ্যুটিং করতে মুম্বই এসেছিলেন রজনীকান্ত। বিগ বি-র সঙ্গে আবার দেখা যাবে রজনীকান্তকে। এই নিয়ে টুইট করে রজনীকান্ত লিখেছেন, ‘৩৩ বছর পর আমি আবারও আমার মেন্টরের সঙ্গে কাজ করছি। Thalaivar 170 ছবিতে আমরা একসঙ্গে কাজ করছি।’ এই ছবির কাজ করতে পেরে তিনি কতটা আনন্দিত তাও জানিয়েছেন তাঁর টুইটে। এই টুইটে কমেন্ট করেছেন অমিতাভ বচ্চন। রজনীকান্তকে স্য়ার বলে সম্বোধন করে অমিতাভ লিখেছেন ‘ছবির নাম থালাইভার ১৭০, থালাইভা শব্দের অর্থ প্রধান। তাই আমার সঙ্গে নিজের তুলনা কোরোনা’ (Rajinikanth In Mumbai)। এই নিয়ে জনসাধারণের উদ্দেশে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন অমিতাভ। রজনীকান্তের সঙ্গে আবার কাজ করতে পারার আনন্দও স্পষ্ট প্রকাশ পেয়েছে অমিতাভের এই লেখায়। ১৯৯১-এ হাম ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল রজনীকান্ত এবং অমিতাভকে, আবারও বড় পর্দা কাঁপাতে চলেছেন দুই সুপারহিরো। বিনোদন দুনিয়ার এমনই আরও নানা খবরের আপডেট পেতে নজর রাখুন এই সময় ডিজিটালে।