Traffic Update Kolkata : পুজো মিটতেই মিছিল শুরু, আজ কলকাতার কোন রাস্তাগুলিতে ট্রাফিক জ্যামের আশঙ্কা? – kolkata traffic situation latest update of 29 october 2023


চলছে উৎসবের মরশুম। দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোও মিটে গিয়েছে। সামনে রয়েছে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজোর মতো উৎসব। আর উৎসব পার্বণ মানেই শহর কলকাতায় বাড়তি ভিড়। যেহেতু রাজ্যের প্রধান শহর কলকাতা, তাই সারা বছরই মানুষের ভিড় লেগেই থাকে কলকাতার বুকে। বিভিন্ন প্রয়োজনে কলকাতায় যাতায়াত করেন মানুষ। কেউ রুটিরুজির টানে, কেউ পড়াশোনা করতে, কেউ চিকিৎসার জন্য তো কেউ আবার অন্য কোনও কাজে যাতায়াত করেন কলকাতায়। এছাড়া কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে একটা বিপুল অংশের মানুষ প্রতিদিনই পেশার টানে কলকাতায় আসেন। তাই স্বাভাবিকভাবেই ভিড় ও ব্যস্ততা কলকাতার নিত্যদিনের ছবি।

ছুটির দিন তুলনামূলক কম থাকে ভিড়
যদিও রবিবার বা ছুটির দিনগুলিতে সেই ভিড় কিছুটা পাতলা থাকে। তবে যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের এই সমস্ত দিনেও কাজে বেরোতে হয়। তাই ছুটির দিনেও রাস্তায় বেরোনোর আগে ট্রাফিকের হালহকিকত জেনে নেওয়া প্রয়োজন। কারণ ছুটির দিনে একদিকে যেমন রাস্তায় যানবাহন কম থাকে, আবার থাকে মিটিং-মিছিলের আশঙ্কাও। প্রসঙ্গত শহর কলকাতার বুকে মিটিং-মিছিল-সমাবেশও প্রায় প্রতিদিনের ছবি। যদিও রাস্তাঘাটে যান চলাচল সর্বদা স্বাভাবিক রাখতে তৎপর থাকে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

আজকের ট্রাফিকের খবর
কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে আজও শহরে বেলা ১০টা নাগাদ একটি মিছিল রয়েছে। সেই মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে , নির্মল চন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এন এন ব্যানার্জী রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছবে। এছাড়া আর সারাদিনে আপাতত কোন মিটিং মিছিল বা সমাবেশের খবর নেই বলেই জানাচ্ছে ট্রাফিক পুলিশ। একইসঙ্গে এখনও পর্যন্ত শহরের যান চলাচল মোটামুটি স্বাভাবিকই রয়েছে বলেও জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।

ট্রাফিক আইন মেনে চলুন
যানজট ও দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সর্বদা মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। গাড়ি চালকদের সিট বেল্ট ও বাইক-স্কুটার চালকদরে হেলমেট ব্যবহারের ওপরে বিশেষভাবে জোর দেওয়া হয়। এছাড়াও পথচরীদের সিগন্যাল দেখে রাস্তা পারাপারের পরামর্শও দেয় কলকাতা ট্রাফিক পুলিশ। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে, হবে শহর কলকাতার রাস্তায় যানজট থাকলেও, ট্রাফিক মসৃণ রেখে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সদাসর্বদা চেষ্টা চালিয়ে যান ট্রাফিক পুলিশ কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *