আবহাওয়া ৩১ অক্টোবর ২০২৩: মাসের শুরুতেই মেজাজ গরম আবহাওয়ার! শীতের আশায় জল ঢেলে বাড়বে তাপমাত্রা – weather forecast 31 october 2023 south bengal temperature will be increase in next 48 hours


পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে তাপমাত্রা। লেপ-কম্পল ইতিমধ্যেই পেড়ে ফেলেছেন বহু বাঙালি। অক্টোবর মাসের শেষ দিনে কেমন থাকবে আবহাওয়ার মন মেজাজ? আদৌ কি জাঁকিয়ে পড়বে শীত? নাকি নভেম্বরেই শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ! ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

নভেম্বরের শুরুতেই বাড়বে তাপমাত্রা

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা খুবই কম। কিন্তু, দুঃসংবাদ! বুধবার থেকেই ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ। জেলায় জেলায় থাকবে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বর মাসের শুরু থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। মাসের প্রথম তিন থেকে চার দিন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামী বেশ কিছুদিন হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। রাতের তাপমাত্রা অনেকটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে দক্ষিণা বাতাসের দিন শেষ। এবার ধীরে ধীরে রাজ্যে প্রভাব বিস্তার করতে চলেছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়া প্রবেশ করবে জেলায় জেলায়। নভেম্বরের প্রথম সপ্তাহের পর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ কখনও আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তাপামাত্রাও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোরম থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ বদল হবে না। তবে সেখানেও ধীরে ধীরে আধিপত্য দেখাবে শীত। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা সম্প্রতি রয়েছে? এই বিষয়ে কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কেরালা, তামিলনাডু, মাহে, পণ্ডিচেরিতে হতে পারে বৃষ্টি। রবি এবং সোমবার কেরালা, তামিলনাডু এবং মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *