কল্যাণী ITI-এর মণ্ডপ দেখা যাবে শিলিগুড়ির কালীপুজোয়, বাজেট জানলে চমকে উঠবেন


রাজ্য চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজো মিটে গিয়েছে, এবার আসছে কালীপুজো। আর কালীপুজো মানে প্রথমেই মনে পড়ে যায় উত্তর ২৪ পরগনার নৈহাটি ও বারাসতের কথা। তবে এই দুই জায়গা ছাড়াও রাজ্যের আরও বেশকিছু জায়গায় জাঁকজমকের সঙ্গে আয়োজিত হয় কালীপুজো। এমনকী কোনও কোনও কালীপুজোর মণ্ডপ ও থিম দেখলে কিংবা বাজেট জানলে তো অবাক হয়ে যেতে হয়।

লুমিনাসের মণ্ডপ ঘিরে ব্যাপক উন্মাদনা
এই বছর দুর্গাপুজোয় কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মণ্ডপ রীতিমতো তোলপাড় ফেলে দেয় গোটা গোটা রাজ্যজুড়ে। শুধু কল্যাণী নয়, গোটা নদিয়া এমনকী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা ওই মণ্ডপ দেখতে ভিড় জমান। এই বছর চিনের ম্যাকাওয়ের গ্যান্ড লিসবোয়া হোটেলের আদলে তৈরি হয়েছিল লুমিনাস ক্লাবের মণ্ডপ। ছোট বড় বিভিন্ন মাপ ও আকারের কাচ দিয়ে মণ্ডপ তৈরি করেন শিল্পীরা। সঙ্গে ছিল চোখ ধাঁধানো আলোকসজ্জা, যা একবার দেখলে কার্যত চোখ ফেরানো যাচ্ছিল না।

তবে পুজো মিটে গিয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই আলোর সেই রোশনাই আর নেই। মণ্ডপ এখন দর্শনার্থীশূন্য। এখন লুমিনাস ক্লাবের মণ্ডপের ভবিষ্যৎ কী, তা আগেই জানিয়েছিল এইসময় ডিজিটাল। ক্লাবের অন্যতম সদস্য অরূপ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আসন্ন কালীপুজোয় উত্তরবঙ্গের শিলিগুড়ির তরুণ সংঘে দেখা যাবে ওই মণ্ডপ। এবার শিলিগুড়ির সেই ক্লাবের সঙ্গেও কথা বলে ফেলল এই সময় ডিজিটাল।

কল্যাণীর মণ্ডপ শিলিগুড়িতে
শিলিগুড়ির তরুণ সংঘের কালীপুজো এলাকায় খুবই জনপ্রিয়। প্রতিবছরই নিত্যনতুন থিমের মধ্যে দিয়ে ভিড় টানার প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে থাকে এই ক্লাব। গতবছর তাদের থিম ছিল মায়াপুরের ইসকন মন্দির, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল দর্শনার্থীদের। আবার এবার কল্যণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মণ্ডপ দেখা যাবে তরুণ সংঘের পুজোয়।

বিগ বাজেটের পুজো
শিলিগুড়ির পাকুড়তলা মোড় থেকে স্বামীজি মোড় যাওয়ার রাস্তায় এই পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে তরুণ সংঘের অন্যতম কর্ণধার তপন সাহা বলেন, বাইরে থেকে শিল্পীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। কল্যাণীতে যে মণ্ডপ হয়েছিল সেই মণ্ডপই তৈরি হচ্ছে। এবারের বাজেট আনুমানিক ৫০ লক্ষ টাকা।’

Kalyani ITI Durga Puja Theme : আরও বড় চমক! কল্যাণী লুমিনাসের ২৪-র পুজো থিম নিয়ে মুখ খুললেন ক্লাব কর্তা
এদিকে এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি শহরে। তাই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের মধ্যে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে। এখন শ্যামাপুজো উপলক্ষ্যে মণ্ডপ চাক্ষুষ করার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *