জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (World Cup 2023) পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো নয়। এমনকী পাক অধিনায়ক বাবর আজমও (Babar Azam) ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তাঁর দেশের প্রাক্তনরাই তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান এবারের মতো কার্যত শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের রক্তচাপ বাড়ল বাবরের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board, PCB) চেয়ারম্যান জাকা আশরফের (Zaka Ashraf) সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্য়াট ফাঁস হয়ে গেল! এক পাক টিভি চ্যানেল সেই চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছে।
আরও পড়ুন: Kolkata Metro: নিশ্চিন্তে খেলা দেখতে যান, রাতে আপনার অপেক্ষায় থাকবে মেট্রো, রইল সময়সূচি
এখন প্রশ্ন সেই চ্যাটে কী লেখা আছে! সলমান নামের এক ব্য়ক্তি বাবরকে হোয়াটসঅ্যাপে নক করে লেখেন, ‘বাবর সোশাল মিডিয়া এবং টিভিতে এই খবর দেখানো হচ্ছে যে, তুমি নাকি চেয়ারম্যানকে ফোন করেও কোনও উত্তর পাওনি। সম্প্রতি তুমি কি তাঁকে ফোন করেছিলে?’ সলমান ‘বাবর আজম নিউ’ বলে বাবরের নম্বর সেভ করেছিলেন। সেখান থেকে উত্তর আসে, ‘সালাম সলমান ভাই। আমি তো স্য়র কে কোনও ফোন করিনি।’ শোনা যাচ্ছে নাকি বাবরের সঙ্গে জাকার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। তিনি নাকি বাবরের ফোন ধরছেন না। বিশ্বকাপের পর বাবরের দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে বলেও ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশে খবর। এই পরিস্থিতিতে রীতিমতো বিরক্ত পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস। তিনি এই মুহূর্তে ভারতে ধারাভাষ্য়কার হিসেবে কাজ করছেন। ওয়াকার তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার), পাক চ্যানেলে সম্প্রচারিত বাবরের চ্যাটের অংশের ভিডিয়ো শেয়ার করেছেন। ওয়াকার লেখেন, ‘আপনারা এটা কী করার চেষ্টা করছেন! অত্যন্ত করুণ অবস্থা!!! আপানারা নিশ্চয়ই খুশি হয়েছেন। দয়া করে বাবর আজমকে একা থাকতে দেওয়া হোক। ও পাকিস্তান ক্রিকেটের সম্পদ।’ বাবরের এই ঘটনায় পাকিস্তানে ধেয়ে এসেছে প্রলয়।
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার ইডেনে গার্ডেন্সে কাপযুদ্ধের ম্য়াচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। হাফ ডজন ম্যাচে, মাত্র দু’টি জয় পাকিস্তানের। চার পয়েন্ট নিয়ে টেবলে ছয় নম্বরে তারা। অন্যদিকে ছয় ম্যাচের মাত্র একটিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাদের পকেটে দুই পয়েন্ট। মঙ্গলবার দুই দলই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে। তবে তার আগে বাবরের এই খবর নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে শাহিন আফ্রিদিদের সাজঘরে।
আরও পড়ুন: Gautam Gambhir | Rohit Sharma: ‘কোনও পিআর বা মার্কেটিং…’ রোহিতের রিপোর্ট কার্ড দিলেন গম্ভীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)