Asansol News : রাজু ঝাঁ হত্যাকাণ্ডের ছায়া! আসানসোলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, বরাতজোরে প্রাণরক্ষা – asansol businessman luckily saved from a shootout on highway


ফের শ্যুট আউট আসানসোলে! এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। বরাত জোরে বেঁচে যান স্থানীয় ব্যবসায়ী দীনেশ গড়াই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুজোর মরশুমের মধ্যেই এরকম দুষ্কৃতীদের দৌরাত্ম্যের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

কী জানা যাচ্ছে?

আসানসোলে জাতীয় সড়কে ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ১৯ নম্বর জাতীয় সড়কে আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মোড়ে দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হল। যদিও বরাত জোরে তিনি রক্ষা পান। গুলি লাগে তাঁর গাড়িতে। ব্যবসায়িক শত্রুতার জেরেই তাঁর উপর দুষ্কৃতী হামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

কীভাবে ঘটল ঘটনা?

জানা গিয়েছে, সোমবার দুপুরে আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ধাবাতে খাবার নিতে দাঁড়িয়ে ছিলেন দীনেশ গড়াই। খাবার নিয়ে গাড়িতে করে বেরোনোর সময় জাতীয় সড়কের উপরে তাঁর গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। তাঁর অভিযোগ, বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু গুলি লাগেনি তাঁর গায়ে। তাঁর গাড়িতে একটি গুলি লেগেছে। কী কারনে এই ঘটনা তা তিনি জানাতে পারেননি। এমনকি, দুষ্কৃতীদেরও তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর কী জানাচ্ছেন?

স্থানীয় কাউন্সিলর অর্জুন মাঝি জানিয়েছেন, এই ঘটনার পিছনে রয়েছে জমি মাফিয়ারা। এলাকার পর এলাকায় অবৈধভাবে জমি দখল করছে জমি মাফিয়ারা। আর সেই কারণেই এই গোলাগুলির লড়াই চলছে।

তদন্ত শুরু পুলিশের

দীনেশ গরাই জানিয়েছেন, তিনি ১৯ নম্বর জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের ব্যবসা করেন। যদিও স্থানীয় সূত্রে খবর অতীতে কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন দীনেশ গড়াই। ব্যবসায়িক শত্রুতার কারণেই এমন ঘটনা বলে অনুমান করা হচ্ছে। যদিও আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Birbhum News : সিউড়িতে ‘স্টোনম্যান’-এর হাতে যুবক খুন, নেপথ্যে যৌনকর্মীর সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক? ধোঁয়াশা
রাজু ঝাঁ হত্যাকাণ্ড

মাস ছয়েক আগেই শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সেখানেও একটি মিষ্টান্ন দোকানের সামনে গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় পরে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিহারের বৈশালি জেলা থেকেও দুই দুষ্কৃতীকে পাকড়াও করে আনা হয়। গোটা ঘটনায় শুর হয় রাজনৈতিক চর্চাও। ফের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটল। এবার আসানসোলের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *