কী জানা যাচ্ছে?
সালানপুর থানার অন্তর্গত সামডি গ্রামের এক দু চাকার শোরুমে ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। সামডি লহাট মোড়ের কাছে বি.কে মোটরস নামের ওই শোরুমে আগুন লাগে। আগুন লাগার পর দুই তলা পর্যন্ত ওই আগুন ছড়িয়ে পড়ে। শোরুমের বেশ কয়েক জন কর্মী কাজ করেন তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
দমকল কী জানাচ্ছে?
আগুনের লেলিহান শিখায় শোরুমের ভিতরে থাকা নতুন ও পুরানো গাড়ি এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ রূপ নেয়। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ও সালানপুর থানার পুলিশ। একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
দোকান কর্তৃপক্ষ কী জানাচ্ছে?
দোকানের মালিক ভোলা গরাই জানান, গাড়ির ব্যাটারি ব্লাস্ট করার ফলেই আগুন ছড়িয়ে পড়ে। নতুন ও পুরনো গাড়ি মিলিয়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয় হয়েছে বলে জানান শোরুম মালিক। তবে আগুন লাগার ঘটনায় তাঁর শো রুমের কোনও কর্মচারী আহত হননি বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা কী জানাচ্ছেন?
তবে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন যাতে পার্শ্ববর্তী বিন্ডিংয়ে না ছড়িয়ে পড়ে তার জন্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। স্থানীয় এক বাসিন্দা জানান, গাড়ির ব্যাটারি ফেটে বা শট সার্কিট থেকে আগুন কোনওভাবে লেগে গিয়েছে। তবে ওই শো রুমের পাশেই একটি বস্তি রয়েছে। সেই বস্তিতে আগুন ছড়িয়ে হওয়ার আশঙ্কা ছিল। আমরা যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিলাম। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।