Haridevpur Police Station,কমার্শিয়াল ট্যাক্সের কর্তার রহস্য-মৃত্যু হরিদেবপুরে! – commercial tax officer mysterious death in haridevpur


এই সময়: শহরে কমার্শিয়াল ট্যাক্সের পদস্থ কর্তার অস্বাভাবিক মৃত্যু! পুলিশ জানিয়েছে, মৃতের নাম আভাসকুমার পাল (৪৮)। তিনি কমার্শিয়াল ট্যাক্স বিভাগের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। রবিবার বিকেল ৪টে নাগাদ হরিদেবপুরেরের আরএন টেগোর রোডের বাড়িতে তিনি একাই ছিলেন। বিকেলে এক প্রতিবেশী তাঁকে ডাকতে আসেন। সাড়াশব্দ না পেয়ে আভাসের স্ত্রীকে ফোন করেন বিষয়টি জানান তিনি।

ওই সময়ে আভাসের স্ত্রী ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তিনি বাড়ি ফিরে তালা ভেঙে প্রতিবেশীদের নিয়ে ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন আভাস। তাঁদের এক প্রতিবেশীই কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করে বিষয়টি জানান। এর পর হরিদেবপুর থানার পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে পাঠায়।

মৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তাঁদের বাড়ির দরজা ভিতর থেকে তালা বন্ধ ছিল। তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হলেও এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়নি। রবিবার রাত পর্যন্ত কেউ অভিযোগও করেননি।

পুলিশ সূত্রে খবর, আভাসের বাবা আগেই মারা গিয়েছেন, তাঁর মা থাকেন ভাইয়ের কাছে। আভাসের বছর কুড়ির এক ছেলে ও বারো বছরের এক মেয়েও রয়েছেন। ঘটনার সময়ে তাঁরাও বাড়িতে ছিলেন না। হরিদেবপুরের বাড়িটি আভাসের নিজেরই। ওই বাড়ির একতলার ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Hooghly News Today : নবমীর রাতে পাড়ার মণ্ডপে দলেরই সদস্যদের হাতে প্রহৃত, অপমানে আত্মঘাতী TMC-র প্রাক্তন পঞ্চায়েত সদস্য
যখন ঘটনাটি ঘটে, তখন আভাসের স্ত্রী জেমস লং নবপল্লিতে ছিলেন। পরিজন ও পড়শিদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, কিছুদিন আগেই শ্বশুরবাড়ি থেকে সপরিবারে ফিরেছিলেন আভাস। তারপরে হঠাৎ কী এমন হলো, যার জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন, সেটা খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *