Jhargram Government Medical College and Hospital: গাল ফুঁড়ে মুখে ঢুকে গেল মাছ ধরার কাঁটা, যমে-মানুষে টানাটানি অবস্থা শিশুর – jhargram government medical college and hospital doctors save 8 years old boy whose face was pierced with fishing hook


Critical Operation: জন্মদিনের অনুষ্ঠানে মাসির বাড়ি এসে ভয়াবহ দুর্ঘটনা। মাছ ধরার আস্ত কাঁটা ঢুকে গেল আট বছরের ছেলের মুখে। গাল ফুটো করে মুখের ভিতর পর্যন্ত ঢুকে যায় কাঁটা। যমে মানুষ টানাটানি। বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অত্যন্ত সংকটপূর্ণ অস্ত্রোপচার শেষে কাঁটাটি বের করতে সফল হয়েছে হাসপাতাল।

জানা গিয়েছে, মাসির ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে এসেছিল শিশুটি। মুখে ঢুকে গেল মাছ ধরার আস্ত কাঁটা । দীর্ঘ সংকটপূর্ণ অস্ত্রোপচারের পর মাছ ধরার কাঁটা মুখ থেকে বার করলেন চিকিৎসক । রবিবার দুপুরে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেলিয়াবেড়া থানার চৌনিশোল গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকার বাসিন্দা আট বছরের ছেলে ভোলা রানা তার মায়ের সঙ্গে চৌনিশোল গ্রামের মাসির বাড়ি এসেছিল। মাসির ছেলে ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য । রবিবার দুপুরে চৌনিশোল গ্রামের বেশ কয়েকজন ছেলের সঙ্গে স্থানীয় একটি খালে স্নান করতে চলে যায় ভোলা । খালে ডুব দিয়ে সাঁতার কাটের সময় হঠাৎ তার ডান দিকের গালে মাছ ধরার বড় একটি কাঁটা গাল ফুটো করে মুখের ভিতর পর্যন্ত ঢুকে যায় । সেই অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসে ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা বাচ্চাটিকে দেখার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক সৈকত রাণার নেতৃত্বে ৪৫ মিনিট ধরে চলে অস্ত্রোপচার । অপারেশনের মাধ্যমে বাইরের দিক থেকে মাছের কাঁটাটিকে বার করা হয় ছেলেটির মুখ থেকে। অস্ত্রোপচারের সময় কাঁটা বার করানোর পর ছেলেটির মুখের ভেতরে তিনটি ও বাইরে চারটি সেলাই করা হয় বলেও জানিয়েছেন চিকিৎসক । বর্তমানে ছেলেটি ঝাড়গ্রাম হাসপাতালের মহিলা শল্য বিভাগের চিকিৎসাধীন রয়েছেন ।

ছেলেটির মা লক্ষ্মী রানা জানান,’বাড়িতে কাউকে কিছু না বলে গ্রামের ছেলেদের সঙ্গে খালে স্নান করতে গিয়েছিল । সাঁতার কাটার সময় তার গাল ফুটো করে মুখে ভেতরে মাছ ধরার বড় একটি কাঁটা ঢুকে যায় । আমরা হাসপাতাল নিয়ে আসলে এখানে অপারেশন করে মাছ ধরার কাঁটাটিকে বার করেছে ।’
Medical Negligence: অর্ধেক অস্ত্রোপচার করেই চম্পট চিকিৎসকের! তারপর…

শল্য চিকিৎসক সৈকত রানা বলেন,’বাচ্চাটির ডান দিকের গাল ফুটো করে মুখের ভেতর পর্যন্ত মাছ ধরা কাঁটা ঢুকে গিয়েছিল । আমরা ৪৫ মিনিট ধরে অস্ত্রোপচার করে কাঁটাটিকে বাইরের দিক থেকে বার করে নিয়েছি । যেহেতু মুখের ভেতরে কাঁটাটি ঢুকে গিয়েছিল সেই অবস্থায় অবশ করার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। কিন্তু আমাদের চিকিৎসক শতাব্দী বাসু দক্ষতার সঙ্গে অ্যানাস্থেশিয়া করেন। তারপরেই সফলভাবে অস্ত্রোপচার হয়েছে । এখন বাচ্চাটি ভালো রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *