চিকিৎসকরা অবশ্য আগেই জানিয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গত শুক্রবার আদালতে মূর্ছা যাওয়ার পর বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্যের প্রাক্তন খাদ্যম খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনদিনে দপায় দফায় এমআরআই ছাড়াও সিটি স্ক্যান, রক্তের নানাবিধ পরীক্ষার পাশাপাশি ইসিজি, ইকো এবং হল্টার মনিটরিং করা হয় জ্যোতিপ্রিয়র। যদিও চিকিৎসার সমস্ত প্যারামিটারেই মন্ত্রী সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসকেরা।
গতকাল হাসপাতাল সূত্রে জানা যায়, মন্ত্রীর ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা অন্যান্যদের থেকে কিছুটা বেশি রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের অগাস্ট মাসে চেন্নাই থেকেই কিডনির চিকিৎসা করিয়ে ফিরেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ কিডিনির কমবেশি সমস্যা মন্ত্রীর শরীরে আগে থেকেই ছিল। হাসপাতাল সূত্রে আরও খবর, বর্তমানে তাঁর উইরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা অন্যান্য আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে কিছুটা বেশি। যদিও চিকিৎসরা মনে করেছেন যেহেতু তাঁর কিডনির সমস্যা ইতিমধ্যেই ছিল, তাই তাঁর ক্ষেত্রে এটাই স্বাভাবিক। তাই ইউরিয়া ক্রিয়েটিনিনের রিপোর্ট নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে আগেই জানা যায়, নতুন করে আর কোনও পরীক্ষা করার দরকার নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই কারণে রবিবার রাতেই মন্ত্রীকে সিসিইউ থেকে ৩৭৪ নম্বর কেবিনে শিফট করে দেওয়া হয়। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতাল থেকে ছুটি হবে কবে? জ্যোতিপ্রিয়র শারীরিক পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট এর আগে রবিবারই সন্ধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেয় ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থেকে সেই গুঞ্জন আরও জোরালো হয়। আর এবার তাঁকে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে। সূত্রের খবর। সিজিও কমপ্লেক্সেই নিয়ে যাওয়া হবে তাঁকে। এবার হেপাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।