Kolkata Durga Puja Carnival : কার্নিভ্যাল দেখে আপ্লুত UNESCO-র প্রতিনিধিরা, রিপোর্ট যাচ্ছে জেনেভায় – unesco sending report on kolkata durga puja carnival 2023 at jeneva head office


কলকাতার দুর্গাপুজোর মুকুটে আগেই জুড়েছিল স্বীকৃতির পালক। দু’বছর আগেই ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সম্মান পায় দুর্গাপুজো। এবার দুর্গাপুজোর কার্নিভ্যাল দেখেও আপ্লুত ইউনেস্কোর প্রতিনিধিরা। অভূতপূর্ব অভিজ্ঞতার রিপোর্ট জেনেভায় ইউনেস্কোর সদর দফতরের পাঠাচ্ছেন প্রতিনিধিরা।

কলকাতায় ইউনেস্কোর প্রতিনিধি

কলকাতার দুর্গাপুজো দেখতে এবার হাজির ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা। মহালয়া থেকেই একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এরপর আসে রেড রোডে কার্নিভ্যালের পালা। নাচ, গান উলুধ্বনি, ঢাকের তালে সুসজ্জিত হয়ে ওঠে কলকাতার দুর্গাপুজো কার্নিভাল। সেই আয়োজনে আপ্লুত হন ইউনেস্কোর প্রতিনিধিরা। সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা শেয়ার করে রিপোর্ট পাঠাচ্ছেন তাঁরা।

রেড রোডে কার্নিভ্যাল

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক বছর ধরে রেড রোড হয়ে আসছে কার্নিভ্যাল অনুষ্ঠান। শহরের সেরা পুজো কমিটিগুলো এই শোভাযাত্রায় অংশ নেয়। জাঁকজমক পূর্ণ এই অনুষ্ঠান আয়োজনের এবারেও কোনও খামতি ছিল না। কলকাতা ও শহরতলির সেরা ৯৬টি পুজো এবারের কার্নিভ্যালে অংশগ্রহণ করে। বিসর্জনের আগে নিজেদের প্রতিমা নিয়ে নাচ, গানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান।

ইউনেস্কো স্বীকৃতি

কলকাতার দুর্গাপুজো সারা বিশ্ব বরেণ্য। ২০২১ সালে ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬ তম অধিবেশন। ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হয় সেই অধিবেশন থেকে। এই খবর ছড়িয়ে পড়তেই আরও বেশি সংখ্যক বিদেশি নাগরিক কলকাতায় দেখতে আসেন এই মিলন অনুষ্ঠান। এবারেও রেকর্ড সংখ্যক বিদেশি নাগরিক কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছে।

Chaltabagan Durga Puja: বিসর্জনের শোভাযাত্রার বার করেও নিরঞ্জন হল না চালতাবাগানের প্রতিমার, মমতার নির্দেশে সংরক্ষণ
ধর্ম, বর্ণ, লিঙ্গ জাতি নির্বিশেষে এই পুজোর আয়োজন হয়ে ওঠে আদতে শ্রেষ্ঠ মিলন উৎসব। ইউনেস্কো জানায়, দুর্গা পুজাকে ধর্ম ও শিল্পের সর্বজনীন মিলন ক্ষেত্রের সর্বোত্তম উদাহরণ। এর পাশাপাশি এটি সহযোগী শিল্পী ও ডিজাইনারদের জন্য একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসাবে দেখা হয়। সেই কারণে কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সম্মানে পুরস্কৃত করা হয়েছিল। এবারে দুর্গাপুজোর কার্নিভ্যাল অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্যের একাধিক সেলিব্রিটি, প্রশাসনিক প্রধান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এবার কলকাতা দুর্গাপুজো নিয়ে আরও নতুন কোনও ভালো খবর আসতে চলেছে, ইউনেস্কোর রিপোর্ট পাঠানো নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *