Kolkata Metro : কলকাতা মেট্রোর ‘বড়’ ধাক্কা! পার্পেল লাইনের এই রুট চালু হতে ‘দেরি’ হওয়ার সম্ভাবনা – kolkata metro joka esplanade corridor likely to face delay for calcutta high court order


জোকা-ধর্মতলা মেট্রো (Joka Esplanade Metro corridor) চলাচল শুরু হওয়ার পথে নয়া বাধা। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে বিলম্ব হতে পারে পার্পল লাইন মেট্রোর এই কাজে। কলকাতা হাইকোর্ট রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL-কে নির্দেশ দিয়েছে জোকা-ধর্মতলা মেট্রো রুটে মেট্রো স্টেশন তৈরির কাজের জন্য ময়দান এলাকার কোনও গাছ কাটা যাবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর জোকা-ধর্মতলা মেট্রো রুট নয়া জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

জোকা-ধর্মতলা মেট্রো করিডর

বর্তমান পার্পল লাইন এই মেট্রো রুটে জোকা-তারাতলা স্ট্রেচের কাজ চলছে জোরকদমে। মাঝেরহাট মেট্রো স্টেশন তৈরির কাজ প্রায় শেষের পথে। খুব দ্রত এই স্টেশন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মাঝেরহাট–এসপ্ল্যানেড সেকশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার দক্ষিণ-পশ্চিম অংশ অর্থাৎ তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর এবং জোকা এলাকা থেকে মধ্য কলকাতায় যাতায়াত আরও সহজ হবে।

Calcutta High Court : ময়দানে গাছ কাটায় স্থগিতাদেশ কোর্টর
জোকা-এসপ্ল্যানেড রুটে মাটির নীচে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন তৈরি করা হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পিছনেই থাকবে এই মেট্রো স্টেশন। ৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন। সেই কারণে RVNL-এর তরফে ব্যারিকেড করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই ভূগর্ভস্থ এই স্টেশন তৈরির জন্য প্রথমেই কলকাতা ময়দানে থাকা ‘ফাউন্টেন অব জয়’ ভেঙে ফেলতে হবে। মেট্রো স্টেশনের কাজ শেষ হওয়ার পর ফের তা নতুন করে তৈরি করা হবে। কাজ শেষ হয়ে গেলে বেশ কিছু গাছ রোপণের কথাও জানিয়েছে RVNL।

জোকা-তারাতলা মেট্রো স্ট্রেচ

চলতি বছর ২ জানুয়ারি থেকে চালু হয় জোকা তারাতলা মেট্রো পরিষেবা। ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সিয়ের মাধ্যমে এই মেট্রো রুটের উদ্বোধন করেছিলেন তিনি। জোকা-তারাতলা রুটের মেট্রোরুট তৈরির জন্য মোট ২ হাজার ৪৭৫ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। এই মেট্রো পরিষেবা চালু হওয়ার পর সরশুনা, ডাকঘর, মুচিপাড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হয়েছে। জোকা থেকে তারাতলা অবধি মোট ছয়টি মেট্রো স্টেশন রয়েছে। সেই তালিকায় রয়েছে জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহাল চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *