জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্থিতিশীল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্যারামিটার স্বাভাবিক থাকায় মন্ত্রীকে কেবিনে স্থানান্তর। সার্ভাইকাল স্পাইনে সামান্য সমস্যা। বোর্ডে যুক্ত নিউরোসাইকিয়াট্রিস্ট, স্পাইন সার্জেনও। সোমবার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত। সকালে আর নতুন করে কোনও টেস্ট করা হবে না। কিছুক্ষণের মধ্যে তাঁকে দেখবেন নিউরোসার্জন এবং স্পাইন সার্জন। তারপর বিকেল ৩টেয় বসবে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন, Kolkata Death: ১০০ ডায়ালে ফোন; ঘর থেকে ডেপুটি কমিশনারের ঝুলন্ত দেহ উদ্ধার পুলিসের…
সেখানে, মেডিসিন, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, নিউরো-সাইকিয়াট্রিস্ট, নিউরোসার্জন, স্পাইন সার্জনরা থাকবেন। সেখানেই সিদ্ধান্ত হতে পারে, হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে। একই সঙ্গে সোমবার হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর কোর্ট কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও তাকিয়ে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন, Ration Distribution Scam | Jyotipriya Mallick: ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে এবার কেবিনে জ্যোতিপ্রিয়…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)