Acid Attack : প্রেমিকার একাধিক সম্পর্ক, বেড়াতে নিয়ে গিয়ে অ্যাসিড ছুঁড়ে খুনের চেষ্টা প্রেমিকের – south 24 parganas dimondhourbour a young boy allegedly acid attack on a girl


প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে অ্যাসিড ছুঁড়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার হুগলি নদী তীরবর্তী এলাকায়। ঘটনায় আহত প্রেমিকা এবং ওই যুবক উভয়েই। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রসপুঞ্জের বাসিন্দা শেখ শাহরুখ তার প্রেমিকাকে নিয়ে ডায়মন্ডহারবারে ঘুরতে যায়। অভিযোগ, সেখানেই প্রেমিকাকে লক্ষ্য করে প্রকাশ্যে রাস্তায় অ্যাসিড ছুড়ে মারে ওই যুবক। ঘটনায় আহত হন ওই তরুণী। আহত হয় শাহরুখও। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে, উভয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিশ।

তরুণীর একাধিক সম্পর্ক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মহিলা মুর্শিদাবাদের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু ইতিমধ্যেই তরুণীর একাধিক সম্পর্কের কথা জানতে পারে যুবক। এরপরেই তাঁর উপর অ্যাসিড হামলা চালায়।

লিভ-ইন সম্পর্কে ছিল দু’জনে
এই বিষয়ে পুলিশ জানাচ্ছে, শাহরুখ ও ওই তরুণীর মধ্যে লিভ ইন সম্পর্ক ছিল। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের জেরে তরুণীকে কার্বলিক অ্যাসিড ছোঁড়ে শাহরুখ। তাতে শাহরুখও আহত হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। তরুণী বর্তমানে বিপন্মুক্ত বলে জানাচ্ছে পুলিশ। অভিযুক্ত যুবক সুস্থ হলে, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানাচ্ছে পুলিশ।

এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী ভাবে শাহরুখ ও তরুণীর পরিচয় হল? তারা কতদিন একসঙ্গে থাকছে, বা ওই তরুণীর আর কার কার সঙ্গে সম্পর্ক রয়েছে, তদন্তকারীরা সেই সমস্ত বিষয়গুলিও জানান চেষ্টা করছেন বলে পুলিশ সূত্রে খবর।

স্ত্রীয়ের ওপর অ্যাসিড হামলা স্বামীর
এদিকে সম্প্রতি এই ধরণেরই আরও একটি ঘটনা ঘটে বীরভূমের মারগ্রামে। স্ত্রীর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ। অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় মেয়ের বাড়িতে গিয়ে ওই মহিলার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে তাঁর স্বামী অসীম লেট। অ্যাসিডে গুরুতর জখম হন ওই মহিলা। সেই ঘটনায় বাবার বিরূদ্ধে মাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসীম লেটের ছেলে বিশ্বজিত লেট। ছেলের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে বাড়ি থেকে অসীম লেটকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *