Barasat Kali puja 2023 : বারাসতের কালীপুজোয় এবার থ্রিডি-তে দেখুন হ্যারি পটার, চমকে দেওয়া বাজেট – barasat kali puja 2023 pioneer club theme is harry potter


আসছে কালীপুজো। আর কালীপুজো মানেই শহর কলকাতা ও সংলগ্ন জেলাবাসীর গন্তব্য উত্তর ২৪ পরগনার বারাসত। কারণ, বারাসতের কালীপুজোর জগৎজোরা নাম। থিমের অভিনবত্ব, ঝলমলে আলোকসজ্জায় যেন এক অন্য মাত্রা পায় বারাসত শহর।

বারাসতে এবার হ্যারি পটার
এবার বারাসতের কালীপুজোয় দেখা মিলবে হ্যারি পটারের জাদু নগরীর! শুনে অবাক হলেন? তবে অবাক লাগলেও এটাই বাস্তব। ৫১ বছরের পুজোয় এবার এই থিম নিয়ে আসছে বারাসতের পায়োনিয়ার ক্লাব। আর সেই পুজোরই বর্তমানে চলছে চূড়ান্ত প্রস্তুতি। আর কয়েকদিন পরেই উদ্বোধন। বিগত বেশ কয়েকবছর ধরেই বারাসতের কালীপুজো রাজ্যের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। আর তারমধ্যে অন্যতম পায়োনিয়ার। এবার তাই মানুষকে আনন্দ দিতে নিজেদের মণ্ডপে হ্যারি পটারের জাদু নগরী ফুটিয়ে তুলতে চলেছে বারাসতের পায়োনিয়ার ক্লাব।

জে কে রাউলিং রচিত সাতখণ্ডের কাল্পনিক জনপ্রিয় উপন্যাস সিরিজ হল হ্যারি পটার। সিরিজের মূল বিষয়বস্তু জাদুর দুনিয়া নিয়ে। গোটা কাহিনী হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে। যেখানে হ্যারি তাঁর দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সঙ্গে নিয়ে নানা ধরণের অ্যাডভেঞ্চারে অংশ নেয়। হ্যারি পটার সিরিজের বেশিরভাগ ঘটনাই হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে।

আর এবার সেই জাদুনগরীর স্কুলই ফুটিয়ে তোলা হবে পায়োনিয়ার ক্লাবের কালী পুজোয়। মণ্ডপ থেকে প্রতিমা, সবেতেই এবার থাকবে আরও অভিনবত্বের ছোঁয়া। মণ্ডপের উচ্চতা ৫৫ ফুট এবং প্রস্থ ৯০ ফুট। কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে প্রতিমা। সেই প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। প্রতিমা শিল্পী কানাইলাল পালের হাতে সেজে উঠছেন পায়োনিয়ার ক্লাবের দেবী। মা কালীর বিভিন্ন রূপ মণ্ডপে একত্রিত ভাবে দেখা যাবে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলেই মনে করা হচ্ছে।

থাকবে থ্রিডি এফেক্ট
মণ্ডপে হ্যারি পটারের জাদু নগরীর বিভিন্ন চরিত্রকে মেকানিক্যাল এফেক্ট দিয়ে ফুটিয়ে তোলা হবে। থ্রিডির মাধ্যমে গোটা মণ্ডপে কার্যত জাদু নগরীর রূপ নেবে, একনজরে যা দেখলে মনে হবে যেন আপনি পৌঁছে গিয়েছেন কোনও কল্পনার জগতে। এই অভিনব মণ্ডপসজ্জা শিশুদের বিশেষ আনন্দ দেবে বলেই মনে করছেন ক্লাবকর্তার।

Kali Puja 2023 Date : বুর্জ খলিফা থেকে কেদারনাথ, কালীপুজোয় নৈহাটিতে এবার একের পর এক চমক
বাজেট কত?
ভির সামাল দেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা রাখছেন পুজো উদ্যোক্তারা। এবার পায়োনিয়ার ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। আগামী ৯ নভেম্বর পুজোর উদ্বোধন বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *