IND vs SA ICC World Cup 2023 Match Ticket: ইডেনে ভারতের ম্যাচের টিকিটের দাম উঠল ১১ হাজার, ধৃত ব্ল্যাকার – india vs south africa eden match tickets were selling in the black market kolkata police arrested one


বিশ্বকাপের সূর্য এখন মধ্যগগনে। লিগ যুদ্ধে এখন সমানে সমানে টক্কর। এমন অবস্থায় ক্রিকেটের নন্দনকানন ইডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। স্বাভাবিকভাবে ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমী কলকাতার উত্তেজনা তুঙ্গে। টিকিটের চাহিদা একেবারে চাঁদ ছোঁয়া। টিকিটের এমন হাতে গরম চাহিদায় কালোবাজারিদের পোয়া বারো।

পাঁচ নভেম্বরের ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক কালোবাজারির অভিযোগ কলকাতায়। বিরাট-রোহিতদের নিজের শহরে খেলতে দেখার আকাঙ্খায় একটা টিকিট কিনতে চারগুণ দাম দিতেও রাজি ক্রিকেট প্রেমীরা। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচের ২ হাজার ৫০০ টাকার টিকিট প্রায় চার গুণ দামে ১১ হাজার টাকায় বিক্রির অভিযোগ। সেই অভিযোগ পেয়েই সক্রিয় কলকাতা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এক বাড়িতে হানা দিয়ে টিকিটের কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করে লালবাজার। জানা গিয়েছে, কলকাতা ১-এর ৮, নেতাজি সুভাষ রোডে অবস্থিত গিলিন্ডার হাউসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত হয় প্রচুর পরিমাণে ম্যাচের টিকিট। ধৃত এক যুবক। তাঁর নাম অঙ্কিত আগরওয়াল। নিউ আলিপুরের বাসিন্দা সে। অভিযোগ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ব্ল্যাকে বিক্রি করছিল সে। তাঁর কাছ থেকে ওই দিনের ইডেনের মোট ২০টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। ম্যাচকে কেন্দ্র টিকিটের কালোবাজারি রুখতে তৎপর কলকাতা পুলিশ।

India vs Sri Lanka Head to Head : ভারত না শ্রীলঙ্কা, ওডিআই বিশ্বকাপে এগিয়ে কে? চোখ বুলিয়ে নিন পরিসংখ্যানে

শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর থেকে অনলাইনে ৫ নভেম্বর ম্যাচের টিকিট ছেড়েছে BCCI। কিন্ত অনলাইনে পর্যাপ্ত টিকিট মিলছে না বলে অভিযোগ। তার উপর কালোবাজারির অভিযোগ। এই কারণেই কড়া নজর কলকাতা পুলিশের।

অন্যদিকে, বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত স্কোয়াড। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ২ তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইতে খেলতে নামবে ভারত। রোহিত, বিরাট, গিলদের ব্যাটিং লাইন আপের সঙ্গে সামি, সূর্যকুমার, বুমরাদের আগুনে বোলিং যে কোনও প্রতিপক্ষের বুকে ভয় ধরাবে। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রোহিত ব্রিগেড। লিগ টেবিলের বর্তমান পরিস্থিতি বলছে আর একটা ম্যাচ জিতলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার ভারতের। এমন দুরন্ত ফর্মে থাকা ভারতকে দেখতে মুখিয়ে তিলোত্তমা। ইডেনে বিশ্বকাপের টিকিট পেতে যে কোনও মূল্য দিতে তৈরি ক্রিকেটপ্রেমীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *