Jyotipriya Mallick : ‘আমি আপ্ত সহায়ক নই…’, ফের ED তলবের আগে বিস্ফোরক বালুর পিএ অমিত – jyotipriya mallick close aide amit dey claims that he is not the personal assistant of arrested minister


রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এতদিন জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক হিসেবেই পরিচিত ছিলেন অমিত দে। সোমবার সল্টেলেকের সিজিও কমপ্লেক্স থেকে ED জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে চাঞ্চল্যকর দাবি করেন অমিত। তিনি ধৃত মন্ত্রীর আপ্ত সহায়ক নন বলেও দাবি করেছেন এই ব্যক্তি। অমিতের এই নয়া দাবি ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছ। শুরু হয়েছে চর্চা।

সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ দাবি করেন অমিত। তিনি জানান, জ্যোতিপ্রিয়র সম্পর্কে প্রশ্ন করার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। রবি ও সোমবারের পর মঙ্গলবারও ফের অমিতকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে বলে ED সূত্রে খবর। ফের তাঁকে জিজ্ঞাসবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। ED সূত্রে খবর, কোনও প্রভাবশালীর নির্দেশে বাকিবুরের থেকে তিনি টাকা নিয়েছিলেন কি না, সেই বিষয়ে এদিন অমিতকে প্রশ্ন করা হতে পারে।

কী বললেন অমিত?

রবিবারের পর সোমবারও সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল অমিতকে। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসবাদ করেন তদন্তকারী ED আধিকারিকরা। জিজ্ঞাসবাদ শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেছেন তিনি। অমিত বলেন, ‘সংবাদমাধ্যমে দেখান হচ্ছে আমি আপ্ত সহায়ক। এটা একমদমই ভুল। আমি ওঁর অফিসের কর্মী ছিলাম। জ্যোতিপ্রিয় বাবুর সঙ্গে এক পাড়াতে আমার বড় হয়ে ওঠা। তৃণমূলের যখন সরকার আসে, উনি যখন ক্ষমতা পান তখন আমি ওঁর অফিসের কর্মী হিসেবে কাজে যোগ দিই। আপ্ত সহায়ক হিসেবে যোগ দেন অভিজিৎ দাস। একজন স্টাফ কখনও পিএ হতে পারে না।’

কেন তাঁকে ডাকল ইডি, জানালেন অমিত

ইডি তাঁকে কেন ডেকে পাঠিয়েছে সেই নিয়ে মুখ খুলেছেন জ্যোতিপ্রিয় আপ্ত সহায়ক হিসেবে পরিচিত অমিত দে। তিনি বলেন, ‘খবর থেকে আমি বাকিবুরের সম্পর্কে জানতে পেরেছি। সংবাদমাধ্যম থেকে মন্ত্রীর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ সম্পর্কে শুনেছি। অভিযোগের সত্যতা সম্পর্কে আমার কোনও ধারণা। মন্ত্রীকে আমি ৩০-৩২ বছর ধরে চিনি। আমার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক দাদা-ভাইয়ের মতো। তখন উনি বিধায়কও ছিলেন না। আমি মন্ত্রীর সঙ্গে কিছু রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যেতাম। আমি যেহেতু ওঁর সঙ্গে থাকতাম, সেই কারণে আমি কিছু জানি কি না, তা জানার জন্য আমাকে ডাকা হয়েছিল। কোনও নথি আনতে বলা হয়নি। আর ডাকাও হয়নি আমাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *