Kalyani AIIMS Recruitment : কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি, শীর্ষকর্তাকে তলব! তদন্তে তৎপর CID – cid west bengal summons kalyani aiims executive director to bhabani bhawan


শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, গোরু-কয়লা পাচার থেকে শুরু করে রেশন বণ্টন দুর্নীতি, জড়িয়েছে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার নাম। কয়েকজন দীর্ঘদিন ধরে দুর্নীতি মামলায় জেলবন্দি। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ED। বালুর গ্রেফতারি ঘিরে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন AIIMS-এ কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হল CID। এই মামলায় রাজ্যের একাধিক বিজেপি বিধায়ক ও সাংসদের নাম জড়িয়েছে

সোমবার কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টরকে সিআইডির সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়। কিন্তু হাজিরা দেওয়ার জন্য তিনি খানিক সময় চেয়েছেন। অভিযোগ উঠেছে, বিজেপি নেতাদের পরিবারের সদস্যরা অনেক কম নম্বর পেয়ে AIIMS-এ চাকরি পেয়েছেন। রয়েছে প্রভাব খাটানোর অভিযোগও। সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টরকে তলব করা হয়েছিল বলে সিআইডি সূত্রে খবর।

বিজেপি বিধায়ক ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদ

AIIMS-র এই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক বঙ্কিম ঘোষ ও নীলাদ্রি শেখর দানার। বিজেপির সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ED-র হাতে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর AIIMS-র নিয়োগ দুর্নীতিতে CID তৎপরতা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।

Sujit Bose:’নিতাইকে আমার নাম বলতে চাপ দিচ্ছে ED’, বিস্ফোরক সুজিত বসু
AIIMS-এ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বঙ্কিমকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে পড়েন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার কন্যা মৈত্রেয়ী দানাও। এবার ডাক পড়ল কল্যাণী এইমসের কর্তার।

রাজ্যের এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, AIIMS-এ নিয়োগের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। কল্যাণী এইমস কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। সিআইডি সূত্রে আরও জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, কল্যাণী এইমসের তরফে যাঁদের নাম পাঠানো হয়েছিল, তাঁদেরই চাকরি দেওয়া হয়েছে।

তীব্র কটাক্ষ তৃণমূলের

AIIMS-র আধিকারিককে CID তলব নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টরকে আসতে হবে, জবাব দিতে হবে। বিজেপির কথা শুনে তিনি বেআইনি নিয়োগ করেছেন। বিজেপি নেতাদের পরিবারের সদস্যদের বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। তলব করার পর না আসার কথা কেন বলছেন!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *