এই সময়, ঝাড়গ্রাম: বহুল প্রচলিত একটি অনলাইন অ্যাপে মোবাইল ফোন কিনতে গিয়ে লাখ টাকা খোয়ালেন এক ক্ষুদ্র ব্যবসায়ী! ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া এলাকার বাসিন্দা চিরন্তন সাঁতরা গত ২৯ অগস্ট ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় লিখিত ভাবে অভিযোগ জানান। তিনি লিখেছেন, অগস্ট মাসের প্রথম দিকে একটি অনলাইন অ্যাপ থেকে তিনি দু’টি মোবাইলের অর্ডার দিয়েছিলেন।
এর পরে তিনি একটি মোবাইলের অর্ডার ক্যান্সেল করতে চান। তাতেই ঘটে বিপত্তি! সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী তাঁর অর্ডার অ্যাপের মাধ্যমে ক্যান্সেল না করে গুগলে গিয়ে কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করেন। সেখানে যে নম্বর ছিল, তা ব্যবহার করতে গিয়েই তিনি প্রতারকদের খপ্পরে পড়েন।
এর পরে তিনি একটি মোবাইলের অর্ডার ক্যান্সেল করতে চান। তাতেই ঘটে বিপত্তি! সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী তাঁর অর্ডার অ্যাপের মাধ্যমে ক্যান্সেল না করে গুগলে গিয়ে কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করেন। সেখানে যে নম্বর ছিল, তা ব্যবহার করতে গিয়েই তিনি প্রতারকদের খপ্পরে পড়েন।
কাস্টমার কেয়ারের নম্বর ভেবে তিনি সেখানে কল করতেই তাঁকে বলা হয় গুগল পে আছে কিনা। এর পর তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তা ডাউনলোড করতেই চিরন্তনের মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম সাইবার প্রতারকদের কন্ট্রোলে চলে যায়।
এর পরেই গুগল পে-র মাধ্যমে দু’দফায় মোট এক লাখ এক হাজার টাকা তুলে নেয় সাইবার প্রতারকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এর পরেই রবিবার রাতে হুগলি থেকে এক অটোচালককে গ্রেফতার করা হয়।