এবার নেটপাড়া বলছে, উরফির শকিং পোশাক আইডিয়া কম পড়েছে। কিংবা এবার আর কোনও সময় পাননি ব্রেন স্টর্মিংয়ের। তাই নিজের আর একটি পোশাক গায়ে পরা ড্রেসের সঙ্গে স্টিচ করে চলে এলেন! তবে উরফি যাকে তাকে তাঁর সঙ্গী করতে পারেন না কি! তাই যমজ জামার নাম দিলেন কুরফি! বোঝো কাণ্ড। ফটোগ্রাফারদের এসে জানালেন যে তাঁর এই নতুন ড্রেসের নাম হল কুরফি। যা শুনে অবাক সকলে (Urfi Javed Viral)। নেট দুনিয়া অবশ্য এই নিয়ে কটাক্ষ করে কমেন্ট করতে ভোলেননি। বিস্তারিত জানতে হলে তো দেখে নিতে হবে ভিডিয়ো। আসুন দেখে নেওয়া হযাক ভিডিয়ো। বিনোদ জগতের সমস্ত ধরনের আপডেট, বাংলা হোক হিন্দি সবকিছুর বিস্তারিত আপডেট পেতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.