Visva Bharati University : বিশ্বভারতীর নিয়োগেও দুর্নীতি, ‘দায়ী’ কে? বিস্ফোরক দাবি প্রাক্তন বিধায়কের – trinamool congress mla gadadhar hazra alleged recruitment scam in visva bharati university


সম্প্রতি UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে লাগানো ফলকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিনিকেতনের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। আর সেই বিক্ষোভ মঞ্চ থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। নাম না করে বিশ্বভারতীর উপাচার্যের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা।

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি

শিক্ষক নিয়োগ থেকে পুর নিয়োগ, দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। শাসকদলের একাধিক নেতামন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। এবার বিশ্বভারতীর নিয়োগেও দুর্নীতির অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর। কারও নাম উল্লেখ করলেও গদাধরের নিশানায় যে বিশ্বভারতীর উপাচার্য, তা স্পষ্ট হয়ে গিয়েছে। শান্তিনিকেতনের ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘সম্প্রতি ৪০৫ জন অশিক্ষক কর্মীকে চাকরিতে নিয়োগ করেছেন আপনি। আমাদের কাছে অভিযোগ রয়েছে নিয়োগের জন্য আপনি অনেকের থেকে টাকা পয়সা নিয়েছেন। উপাচার্য ছাড়া তাঁর আরও কয়েকজন অনুগামী এই বেআইনি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। গোটা নিয়োগ প্রক্রিয়ায় CID তদন্ত হওয়া দরকার।’

Visva Bharati University : ‘কান দিয়ে দেখেন’, ফলক বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য উপাচার্যকে নিশানা

সম্প্রতি চিঠি লিখে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’, বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। সেই সুর চড়িয়েছেন গদাধর। প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, ‘আপনি আমাদের মায়ের মতো মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অপমান করেছেন। দুই মন্ত্রী জেলা খাটার প্রসঙ্গ উল্লেখ করেছেন, অনুব্রত মণ্ডলের কথা বলেছেন। মাননীয় উপাচার্য সাহেব শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা রাজনীতি করি। আমাদের নেতা তিহাড় জেলে রয়েছেন। এটা বলতে আমাদের কোনও দ্বিধা নেই।’

মুখ খুলেছে বিজেপি

বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা করেছেন বিজেপি নেতা ও বোলপুরের সাংসদ অনুপম হাজরাও। তিনি বলেন, ‘বিশ্বভারতীর উপাচার্য নিজেকে বিজেপি প্রমাণ করে পদ আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন। একথা আমি একাধিকবার বলেছি। উনি উপাচার্য হয়ে বিশ্বভারতীতে পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন। এতে বোলপুরবাসীর মনে আঘাত লেগেছে।’

উল্লেখ্য, সম্প্রতি নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। কতদিন ধরনা চলে সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *