সাফারির খরচ জেনে নিন
নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পার্কের গ্র্যান্ড সাফারি করতে জনপ্রতি খরচ ৪০০ টাকা। সাফারির সময়সীমা ১ ঘণ্টা। সকাল সাড়ে ৯টায় প্রথম সাফারি। আর দিনের শেষ সাফারি বিকেল সাড়ে ৪টে। এর সময়ের মধ্যে বিভিন্ন সময় সাফারি করানো হয়। এই সাফারিতে বাঘ, ভাল্লুক, চিতাবাঘ ও বিভিন্ন তৃণভোজী প্রাণী দেখার সম্ভাবনা থাকে পর্যটকদের।
কম্বো সাফারিতে জনপ্রতি খরচ ২০০ টাকা। সাফারির সময়সসীমা ৩০ মিনিট। সকাল সাড়ে ৯টায় শুরু হয় দিনের প্রথম সাফারি। দিনের শেষ সাফারি দুপুর ৩টেয়। সারাদিনে বেশকয়েকবার এই কম্বো সাফারি করানো হয়। এই সাফারিতে পর্যটকদের কাছে তৃণভোজী প্রাণী এবং বাঘ দেখার সম্ভাবনা থাকে।
এছাড়াও শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে রয়েছে হাতির পিঠে চড়ার সুযোগ। এর জন্য জনপ্রতি খরচ পড়ে ৮০০ টাকা। সময়সীমা ৩০ মিনিট। সকাল সাড়ে ৮টায় থাকে প্রথম সাফারি। শেষ সাফারি বিকেল ৩টে ৪৫ মিনিটে। এই সাফারিতে পর্যটকরা তৃণভোজী বিভিন্ন প্রাণী দেখার সুযোগ পেতে পারেন।
এন্ট্রি ফি-সহ খরচ কত?
এক্ষেত্রে উল্লেখ্য পার্কে ঢোকার টিকিটের মূল্য ৫০ টাকা। সেক্ষেত্রে কম্বো সাফারিতে এন্ট্রি ফি-সহ একজনের খরচ ২৫০ টাকা, গ্র্যান্ড সাফারিতে এন্ট্রি ফি-সহ একজনের খরচ ৪৫০ টাকা এবং এলিফ্যান্ট রাইডিংয়ে এন্ট্রি ফি-সহ একজনের খরচ ৮৫০ টাকা।
আর কী কী আছে?
এখানে বেশকিছু অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসেরও ব্যবস্থা রয়েছে। জিপ লাইন কম্বোতে একজনের খরচ ৩০০ টাকা। লং জিপ লাইনে মাথাপিছু খরচ ১৫০ টাকা। শর্ট জিপ লাইনে একজনের খরচ ১০০ টাকা। বার্মা ব্রিজেও একজনের খরচ পড়বে ১০০ টাকা। ওয়াল ক্লাইম্বিংয়ের জন্য মাথাপিছু খরচ ৫০ টাক। আর বিগ ফুটের জন্য একজনের খরচ পড়বে ১০০ টাকা। এছাড়াও রয়েছে ৫ সিটার গলফ কার্টের জন্য খরচ পড়বে ১৫০ টাকা। ৮ সিটার গলফ কার্টের জন্য খরচ পড়বে ২০০ টাকা। আর টয় ট্রেনে চড়তে ৫০ টাকা খরচ করতে হবে পর্যটককে। তবে প্রতি সোমবার পার্ক বন্ধ থাকে, যাওয়ার আগে এই কথা অবশ্যই মনে রাখবেন।